শুকিয়ে যাচ্ছে বাংলাদেশ, যুদ্ধ এবার পানির জন্য

শাহরিয়ান আহমেদ
Published : 5 June 2012, 09:48 AM
Updated : 5 June 2012, 09:48 AM

মরুভূমি হয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। মাটির জন্য যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে, পানির জন্য করব ভারতের সাথে। আমি সব ব্লগারদের অনুরোধ করি এ বিষয় গুলো নিয়ে বেশি বেশি লেখার জন্য। আমরা হার মানতে রাজি না, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখবো।

ভারতকে প্রশ্রয় দেয়া হলে তারা আমাদের গায়ের প্রত্যেক ফোটা রক্ত চুষে খাবে। আমার দেশকে আমি ধ্বংস হতে দিতে পারি না। প্রত্যেকটি বিষয়ে তারা আমাদের উপর কর্তৃত্ব করে, ছোট স্বার্থ আদায়ের জন্য আমাদের উপর বিশাল বোঝা চাপিয়ে দিতে বিন্দু মাত্র তাদের গায়ে বাঁধে না। একের পর এক সীমান্তে মানুষ হত্যা করা যেন গুলতি দিয়ে চড়ুই পাখি শিকার করার মত হয়ে গিয়েছে বিএসএফ এর কাছে।

পানির কষ্টে ছটফট করে মরার চেয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাওয়া অনেক ভাল। তিলে তিলে শুকিয়ে যাবে নদী মাত্রিক বাংলাদেশের নদী গুলো, শুকিয়ে মরা কাঠের মত পড়ে থাকবে আমার দেশের মাটি। সুজলা সুফলা, শস্য শ্যামল, সবুজ বাংলাদেশের বুকে থাকবে না বিন্দু মাত্র সবুজের ছোয়া..।

আমি মানি না ভারতের বাঁধ, আমরা মানি না, বাংলাদেশ মানে না।

শাহরিয়ান আহমেদ
05.06.2012

ছবি- http://www.google.com.bd/search