গোলাম আযমের শ্রাদ্ধ

শাহরিয়ার আরিফ
Published : 24 Oct 2014, 05:34 AM
Updated : 24 Oct 2014, 05:34 AM

দুঃখও লাগছে, কিছুটা স্বস্তিরও মনে হচ্ছে, গোলাম আযমের মৃত্যুতে..! একজন বাঙালি হিসাবে নিজেকে একজন হতভাগ্য, মর্মাহত, স্তম্ভিত এবং বাকরুদ্ধ মনে হচ্ছে। আর একজন মুসলিম হিসাবে কিছুটা স্বস্তিবোধ করছি।

একজন বাঙালি হিসাবে, এরকম একজন দেশদ্রোহী, খুনি, হত্যাকরী, লুন্ঠনকারী, ধর্ষনকারী, দেশের বিরুদ্ধে কুপরিকল্পনাকারী, ‍স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিশ্ববাসির স্বিকৃতিতে বাধা প্রদানকারী একজন জাতীয় শত্রুকে এতটা নিরাপদে হাতের কাছে পেয়েও তারে কুত্তার মত ফাঁসিতে ঝুলিয়ে মারতে না পেরে সত্যিই নিজেকে একজন হতভাগ্য, মর্মাহত, স্তম্ভিত এবং বাকরুদ্ধ মনেহচ্ছে।


আর একজন মুসলিম হিসাবে এটা ভেবে স্বস্তিবোধ করছি যে, যেভাবেই হোক একজন মুনাফেক পৃথিবীথেকে দূর হল। একজন বাঙালি হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি, যে তার জীবদ্দশায় বাংলাদেশকে স্বীকার করেনি। স্বাধীন বাংলাদেশে যার নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, কেন তার মৃতদেহকে বাংলাদেশের মাটিতে দাফন করা হবে? বাংলাদেশ থেকে যেখানেই হোক তার লাশ বের করে দেওয়া হোক। এতে অন্ততপক্ষে আমরা তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ করতে না পারলেও সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন করতে পারব।