স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কি আর কত সাংবাদিকের রক্ত ঝরালে আপনার পূর্ণস্নান হবে?

শায় খুল ইসলাম রতন
Published : 29 May 2012, 05:39 PM
Updated : 29 May 2012, 05:39 PM

সাংবাদিকদের উপর একের পর এক হামলা আর আপনার ২৪ ঘন্টার আলটিমেটাম কোনটির সৃষ্ট সমাধান না হওয়ায় আজ আবারও হামলার শিকার হতে হল বিডিনিউজের সাংবাদিক সহকর্মীর । এর পরেও হয়ত স্বরাষ্ট্র মন্ত্রী বলবেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভাল । বিগত কয়েক মাসে অনেক সাংবাদিক সহকর্মীর রক্তে রাজপথ বিধৈত হয়েছে ,হারিয়েছে অনেক বাবা তার সন্তানকে , অনেক অবুঝ শিশু বাবা মা হারিয়ে হয়েছে এতিম কিন্তু তার পরেও টনক নড়েনি এই অবুঝ কোকিলা স্বরাষ্ট্র মন্ত্রীর । প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে শুধুই আই ওয়াশ আর আশার বানী এবার হয়ত সমাধান হবে কিন্তু কি ? আজ সত্য বলা যদি কোন অপরাধ হয় তবে সবাই অপরাধী বিশেষ করে সাংবাদিক তাই বলে ভাবলে ভুল হবে আমরা সত্য বলা থেকে পিছু হটবো যতই হামলা আর ভয় দেখানো হউক আমরা আর হার মানব এমনটি চিন্তা করা ভুল সত্যর সন্ধান করবই এতে কার ভাল লাগুক আর নাই লাগুক। সাংবাদিক হত্যা, পিটিয়ে আহত করা পুলিশ লেলিয়ে দেয়ার বিচার গুলোর কোন সৃষ্ট সমাধান না হওয়ার ফল এই হামলা । আমরা যে কোন হত্যার, পুলিশী অত্যাচার , মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার আশা করি সাংবাদিক হিসাবে নয় একজন সাধারন নাগরিক হিসাবে এটা আমার মৌলিক অধিকার , জাতির প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিরাপত্তা । আমাদের মাননীয় মন্ত্রীরা কি সে জন্য কিছু করছেন , আমরা কথা বললেই মন্ত্রীর ভাই ভাতিজারা রেগে উঠেন, পিটিয়ে হাসপাতালে বিছানায় ফেলে আসেন আবার পুলিশ উৎসব করে সাংবাদিক পেটানোর কথা যখন দম্ভ করে বলে 'তোর মত অনেক সাংবাদিক পিটিয়েছি তুই কি" এ পরেও যখন থাকে চাকুরী নিশ্চয়তা সে খানে বিচারের প্রত্যাশা বেমালুম লোক দেখান ছাড়া আর কী? সাথে এও ভেবে নিচ্ছি আমাদের রক্তেই আপনার আর সন্ত্রাসীদের পূর্ন স্নান শেষে পরিচ্ছন্ন হউক সমাজ।