এম.সি. কলেজ এবং মন্ত্রী মহোদয়ের মায়াকান্না

পথহারা সৈকত
Published : 17 July 2012, 08:33 AM
Updated : 17 July 2012, 08:33 AM

আগুনে পোড়া এম.সি. কলেজ দেখতে গেলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের, তার কান্না দেখে আমর খুব ভাল লাগছিল,ভাল লাগছিল এই ভেবে যে, আমাদের সমাজপতিদের অন্তর আছে, সেখানে তারা কষ্ট পান। কিন্ত আমার এই ভাললাগাটা আর বেশিক্ষন থাকল না,কারণ কালের সাক্ষী এই মহাবিদ্যাপীঠের যারা পোড়ালো তাদের কিছুই হবেনা। কারণ তারা সোনার ছেলে, তারা এইসব করতেই পারেনা… সব যুদ্ধাপরাধিদের বাচাঁনোর অপকৌশল….

মাননীয় মন্ত্রী মহোদয়ের এই কাজটা যদি অন্য কেউ করত তাহলে কি করতেন..? নিস্চয় সারাদেশে একসাথে চিরুণী অভিযান চালাতেন…..? কিন্ত এখন….? আপনার চোখের জলের মুল্য আছে তা প্রমান করেন…. আমারা আমজনতা তাকিয়ে আছি আপনার দিকে….আমি মনে করি এই ছাত্র নামের জানোয়ার গুলির বিচার করা দরকার…আর তার জন্য দরকার আপনার সহায়তা… বিচার কি হবে মাননীয় মন্ত্রী মহোদয়ের ? না কি সেই পুরাতন ধারায় তদন্ত কমিটি গঠণ..নিরপেক্ষ তদন্ত…তার পর আবার সব…চুপচাপ…..আবার নতুন কোন ঘটনা….নতুন…আলোচনা…..নতুন তদন্ত কমিটি….. আর কতকাল……?