বিবেকের আয়নায় দেখুন একবার নিজেকে…উত্তর পাবেন অনেক প্রশ্নের…

পথহারা সৈকত
Published : 19 July 2012, 09:04 AM
Updated : 19 July 2012, 09:04 AM

প্রিয় ব্লগার বন্ধুরা,
আমাদের সবার বিবেক নামক এক বস্তু থাকার কথা… যদি না থাকে তাহলে ভিন্ন কথা….যাদের এই বস্তু আছে তাদের বলছি….বিবেকের আয়নার সামনে একবার দ্বাড়ান,আর নিচের প্রশ্ন গুলি করুণ। আশা করি সাথে সাথে উত্তর পাবেন…
প্রশ্ন নং ০১. বিশ্ব সমাজে বাংলাদেশর অবস্থান নিম্নমুখীতার জন্য দ্বায়ী কে ?
প্রশ্ন নং ০২. পদ্মাসেতু কেলেংকারীর জন্য দ্বায়ী কারা ?
প্রশ্ন নং ০৩. সরকার কেন বিশ্বব্যাংকের চিঠি প্রকাশ করছেনা ?
প্রশ্ন নং ০৪. কুইকরেন্টাল প্রান্ট কেন বসানো হয়েছিল ?
প্রশ্ন নং ০৫. সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেমে আছে কেন ?
প্রশ্ন নং ০৬. যদ্ধাপরাধীদের বিচারে এত সময় কেন লাগছে ?
প্রশ্ন নং ০৭. কালো-বিড়াল, সাদা-বিড়ালদের এত ক্ষমতার বাহার কেন ?
প্রশ্ন নং ০৮. শেয়ার বাজারের কারিগররা ধরাছোয়ার বাইরে কেন ?
প্রশ্ন নং ০৯. ফেলানীরা সীমান্তে ঝোলে কেন ?
প্রশ্ন নং ১০. প্রকৃত দেশ প্রেমিক কারা ?
প্রশ্ন নং ১১. যে কাজ একাত্তরে রাজাকারের করত, ঠিক সেই কাজগুলি এখন কারা করে ?
প্রশ্ন নং ১২. সত্তর-একাত্তরে যেসব সংসধ সদস্যরা পাকিস্থান সরকারের প্রতি আনুগত্য করেছিল তারা আজ সরকারের মন্ত্রী কেন ?
উত্তর গুলি পাইলে, ইচ্ছে হলে জবাব দিয়ন…. না দিলে, নাই….