প্রনবের রাষ্ট্রপতি হওয়া ও আমাদের বাঙালি ভাবনা…

পথহারা সৈকত
Published : 19 July 2012, 10:53 AM
Updated : 19 July 2012, 10:53 AM

আমাদের কিছু স্বদেশী বাঙ্গালী ভাইয়েরা বিরাট আয়োজন সহ ব্লগিং শুরু করেছেন । বিষয় বস্তু "প্রনব ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি "। এই সব ব্লগার ভাইদের বলতে চাই,শুধু শুধু হই চই করে কোন লাভ নাই… প্রনব রাষ্ট্রপতি হলেই কি আর না হলেই বা কি…প্রনব রাষ্ট্রপতি হলে ও

০১. সীমান্তে হত্যা ও পুশইন বন্ধ হবে না
০২. টিপাইমুখে বাঁধ তৈরী বন্ধ হবে না
০৩. নেশাজাতীয় দ্রব্যের চালান বন্ধ হবে না
০৪. বাংলা টিভি চ্যানেল ভারতে চলবে না
০৫. ট্রানজিট চাওয়া বা নেওয়া বন্ধ হবে না

কিছু লোক হয়তবা অনেক আনন্দ বোধ করছেন এই ভেবে যে, প্রনব ও বাঙ্গালী আমি ও বাঙ্গালী। কিন্তু ভাই…প্রনব বাঙ্গালী, সেই সাথে ইন্ডিয়ান। সব রসুনের একই "…." তাই বলি লাফালাফি একটু কম করেন,অবশ্য অন্তরে যদি অগাধ ভারতপ্রীতি থাকে তাহলে ভিন্ন কথা।

"প্রনব হবে রাষ্ট্রপতি,
তাই নিয়ে মাতামাতি,
বাড়বে নাকি রাষ্ট্রের গতি।"
পথহারা সৈকত ভেবে পায়না, তাতে আমাদের কি…………?