লিমন সন্ত্রাসী বলিয়া ইব্রাহীম সাধু হইবেনা কেন?

পথহারা সৈকত
Published : 24 August 2012, 08:10 AM
Updated : 24 August 2012, 08:10 AM

আমি আজ আপনাদের এক মহান লিডারের কথা বলিব, বলিব এক বিবেকবান আর্দশ মানুষের কথা….ইতিহাস যাহাকে অমর করিয়া রাখিবে…হাজার বছরধরে। এই পরম পূজণীয় মহান মানুষটিকে আপনারা নিশ্চয় চিনিতে পারিবেন,তাহার নাম লিডার ইব্রাহিম…আমজনতা তাহাকে শ্রদ্ধা করিয়া লিডার বলিয়া ডাকিয়া থাকে। কেনইবা শ্রদ্ধা করিবে না..? অতি সম্প্রতি তিনি লিমন নামক এক সন্ত্রাসীকে (মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়) এবং তাহার পরিবারের কিছু সদস্যকে ব্যাপক রাম ধোলাই দিয়াছেন যাহা উহাদের প্রাপ্য ছিল। বাছাধন লিমন মিডিয়াকে সঙ্গে নিয়া অনেক ধানাই-পানাই করিয়াছ,র‌্যাবকে ফাঁকি দিয়াছ। কিন্তু এবার? লিডার ইব্রাহিমের পাল্লায় পরিয়াছ। আজ কোথায় তোমার ডঃ মিজানুর রহমান, কোথায় তোমার সুলতানা কামাল, কোথায় তোমার মিডিয়া ? কেও তোমায় বাঁচাতে পারিবে বলিয়া বোধ হইতেছে না।

হে মহান লিডার ইব্রাহিম আপনাকে আজ আমি কি বলিয়া ধন্যবাদ দিব, তাহা আমি ভাবিতেই পারিতেছি না..। আমার মনে হইতেছে,এইভাবে আপনার মত মানুষরা যদি জাগিয়া উঠে তাহা হইলে লিমনের মত সন্ত্রাসীরা আর বাকুম-বাকুম করিতে পারিবে না এবং মিডিয়া নামক বুদ্ধুরা ও অযথা হাউ-কাউ করিতে পারিবে না। ধন্যবাদ তোমায় আবার ও…..তবে আমার অন্তরে একটা কবিতার কিছু অংশ বার বার উচ্চারিত হইতেছে যাহা আপনাকে শুনাইতে বড় সাধ জাগিতেছে…..

বাবু (ইব্রাহিম) কহে হেসে, "বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।"
আমি (লিমন) শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে!
তুমি (ইব্রাহিম) মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!