হাউসফুল……

পথহারা সৈকত
Published : 14 Sept 2012, 10:53 AM
Updated : 14 Sept 2012, 10:53 AM

এমনিতেই মহাজোটের মন্ত্রীসভার আকার আয়তন আগের সকল রের্কড ভেঙ্গে মহারের্কড করেছে তারপর আবার নিজেদের রের্কড নিজেরাই ভেঙ্গে দিল। আমরা আবারও আরও সাত জন মন্ত্রী পেতে যাচ্ছি। আমি জানিনা তারা কেমন বা তারা সরকারের ভাবমুর্তি কতটুকু উন্নত করতে পারবে কি না। তবে তারা সরকারের ভাবমুর্তি উন্নত করতে পারুক বা না পারুক তাতে কিচ্ছু যায় আসেনা তবে আমাদের মতো আমজনতা হয়ত আরও কিছু ভেলকিবাজী দেখতে পাবে। এমনিতেই আমাদের বর্তমান মন্ত্রী সাহেবরা বিভিন্ন থিউরী যেমন রাবিশ খিউরী (আহ্ আবুল), কালো বিড়াল থিউরী (বাবু সু..), কম খান থিউরী (আ…খান), থাপ্পর থিউরী (ও..কাদের) ইত্যাদি প্রদান করে ইতিমধ্যেই বিশেষ নাম-ডাক অর্জন করেছেন। এখন আমরা অপেক্ষায় আছি আরও চমকপ্রদ বিভিন্ন উপকারী থিউরী শুনার জন্য। আমাদের আগতপ্রায় মন্ত্রী মহোদয়গন আমাদের নিশ্চয় হতাশ করবেন না।

মাননীয় সরকার বাহাদুরের কাছে আমার আকুল আবেদন এই যে, আমাদের এই ১৬ কোটি মানুসের জন্য সামান্ন কয়েকজন মন্ত্রীমহোদয় যা আমাদের জন্য অপ্রতুল, সুতরাং আরও শত-মত মন্ত্রীমহোদয় নিয়োগ করিয়া আমাদের বার্ধীত করিবেন। প্রয়োজনবোধে হাজার হাজার মন্ত্রীমহোদয় নিয়োগ করিয়া হইলেও আমাদের দেশের মন্ত্রীমহোদয়জনিত অপ্রতুলতা দুর করিতে হবেই…..

আমাদের নবাগত মন্ত্রীমহোদয়গনের উদ্দেশ্যে বলছি…
"তোরা কেউ যাসনে আবুলের কাছে…!
আবুলের সঙ্গে যাবি,আবুল হবি, বঝবি শেষে…!!
তোরা কেউ যাসনে আবুলের কাছে…!
আবুলের নামটি এমন….,ইচ্ছামত বলতে বারণ
আবার দেমপ্রেমিক, কালো বিড়াল, নাম ধরে সে…।
তোরা কেউ যাসনে আবুলের কাছে…!"