জয়ী ওবামার কাছে আমাদের প্রত্যাশা…

পথহারা সৈকত
Published : 7 Nov 2012, 08:10 AM
Updated : 7 Nov 2012, 08:10 AM

বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্টের রাষ্টপ্রধান মানেই সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি। আর সর্বশেষ তথ্যানুসারে ওবামাই সেই ক্ষমতা পেতে যাচ্ছে আরও চার বছরের জন্য। পাবলিক সেন্স যে কখন কোন দিকে যায় তা বোঝা মুশকিল। আমেরিকানরা যুদ্ধবাজ ওবামা কে আবার ও যুদ্ধের অনুমতি দিল, এখন দেখার বিষয় এবার আমেরিকার শিকার কারা কারা। তবে গতটার্মের মত হয়তবা এবার আর ফাঁকা মাঠে গোল দেওয়া না ও হতে পারে। এবার সম্ভাব্য তালিকায় ইরানের মত দেশ আছে যারা ইরাক বা আফগানিস্থানের চেয়ে শক্তিশালী তবে ইরান বধ সহজ না হলেও কঠিন হবে না। ওবামার বিজয় বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূমানচিত্রে অনেক রদবদল আনবে, অবশ্য রমনি ক্ষমতায় আসলেও যে খুব বেশি কিছু হয়ে যেত তা কিন্তু নয়। আমেরিকানরা তাদের মূলনীতি তে সব সময় অটুট থাকে।

আসা করা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক আছে তা অটুট থাকবে এবং আমাদের সাথে তাদের যে বিভিন্ন চুক্তি আছে সেগুলি আগের মতই থাকবে। হয়তবা নতুন করে ডঃ ইউনুস ইসু আসতে পারে, তবে ইতিমধ্যে ডঃ ইউনুস ইসু কিছুটা ম্লান হয়ে গেছে দেশের অন্যান্ন ইসুগুলি চাঙ্গা হওয়ার কারনে। যা হওক নতুন রাষ্টপ্রধান ওবামার কারনে আবার কোন নতুন যুদ্ধ শুরু হবে না বলে আসা করাটা হয়তবা একটু বেশিই হচ্ছে, তার পরও বিশ্ব শান্তির জন্য এতটুকু তো চাইতে পারি…..তাই নয় কি..?

ধন্যবাদ
পথহারা সৈকত
গাজিপুর,বাংরাদেশ