এটা যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ….ইসরায়েল একটা যুদ্ধাপরাধী জাতি….

পথহারা সৈকত
Published : 20 Nov 2012, 09:20 PM
Updated : 20 Nov 2012, 09:20 PM

ইসরায়েল যা করছে তা কোনভাবেই গ্রহন যোগ্য নয়। এটাকে কোন ভাবেই যুদ্ধ বলা যায় না,এটা হত্যাযজ্ঞ। তারা একের পর এক হামলা করে যাচ্ছে, এতে হাজার হাজার নিরিহ জনসাধারন শহীদ হচ্ছে। আর আমরা বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দখছি। এই তো কয়দিন আগে আমরা মালালার জন্য কত শোকগাথা লিখলাম অতছ আজ শত শত শিশু বোমা হামলায় শহীদ হচ্ছে এবং আমাদের মুখ থেকে কোন সমবেদনা বের হচ্ছে না, আমাদের অন্তর ব্যাথাতুর হচ্ছে না। তবে কি আমাদের অন্তর পাথর হয়ে গেছে ? আমাদের মানবিকতা কি লোপ পেয়েছে ? না কী মানবিকতা, আত্নরক্ষার অধিকার এই সব শুধু আসরায়েলের জন্য ? ফিলিস্থিনের ভাইরা শহীদ হলে বলা হচ্ছে মারা গেছে আর ইসরায়েলের সন্ত্রাসীরা মারা গেলে বলা হচ্ছে হত্যা করা হয়েছে, অথছ ইসরায়েলের সন্ত্রাসীরা হত্যা করছে ফিলিস্থিনের ভাইদের। এটাই আমাদের বিশ্ব মিডিযার আসল চরিত্র। হায়!! আমাদের মিডিয়া…হায় আমাদের মানবিকতা…..

হে রহমাতুল্লীল আলামিন, আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করে দাও….আমি দাড়াতে পারছি না মাজলুম গাজাবাসীর পাশে,পারছি না তাদের ব্যাথাকে কমিয়ে দিতে। হাজার হাজার মাইল দুর থেকে আমি ফিলিস্থিনের সকল শহীদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের জান্নাত দান করিও….আমিন…