বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর ঠেকাতে প্রতিবাদকারীদের বলছি

পথহারা সৈকত
Published : 22 Dec 2012, 01:58 PM
Updated : 22 Dec 2012, 01:58 PM

বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর ঠেকাতে প্রতিবাদ কারীদের বলছি আপনারা তো অনেক লাফা লাফি করছেন তাদের কে বলছি আপনারা কি এই সফর ঠেকাতে পারবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের এই প্রতিবাদ কতটুকু গঠন মূলক ? গত ২০ তারিখে বিপিএল'১৩ এর নিলাম হয়ে গেল এবং যথারিতি একঝাঁক পাকিস্থানীরা খেলার টিকিট পেয়ে গেল। লিস্ট দেখে মনে হচ্ছে এটা বিপিএল নয় যেন পিপিএল। অতচ আপনারা ফাইটারেরা নিশ্চুপ থাকলেন। আপনারা যদি সত্যই গঠনমূলক প্রতিবাদকারী হতেন তাহলে নিলামের আগেই প্রতিবাদের ঝড় তুলতেন। আসলে আপনারা শুধু ঝকের বসে আনেক কথায় বলেন কাজের কাজ কিসসু না। একই রকম ব্যাপার দেখলাম ১৮ তারিখের হরতালে। ব্লগের পাতায় জামাতের বিরুদ্ধে ঝড় তোলেন অথচ বামরা যখন জামাতের নিষিদ্ধের জন্য রাজপথে ১০-১৫ জন নিয়ে (অবশ্য পুলিশের সহযোগিতার মাধ্যমে ) মিছিল করছিল তখন তথাকথিত ফাইটাররা ঘরের কোনে লুকিয়ে ছিল। বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর ঠেকাতে প্রতিবাদ করে মুখে ফেনা তুলে ফেলছে কিন্তু ঝাঁকে-ঝাঁকে পাকিস্তানিরা এসে বিপিএল কে পিপিএল বানাচ্ছে সেটা নিয়ে কোন কথা কেও বলছে না। বরং এরা অনেকে আবার ফেসবুকে তাদের প্রিয় পাকিস্তানী খেলোযারদের নিয়ে উচ্ছ্বসিত পোষ্ট দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা পাকিঃ খেলোয়ার ছাড়া কি আমাদের বিপিএল চলত না। বিপিএল'কে সফল করতে কি পাকিস্তানের প্লেয়ার খুবই জরুরী? ইন্ডিয়ানদের ছারা গতবছর বিপিএল তো ভালই চলেছে। দীর্ঘদিন আমাদের বন্ধুদেশ ভারত আমাদের সাথে কোন সিরিজ খেলে না, আমাদের কি ক্রিকেট বন্ধ আছে। আমরা কি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ানদের হারিয়ে সিরিজ জয় করিনি? তাই আসুন প্রতিবাদ যদি করতেই হয় পাকিস্তানের সব কিছুতেই করি, পাকিস্তানকে বর্জন করি দেশের ভিতরে এবং দেশের বাহিরে।

[বিঃদ্রঃ বাংলাদেশ টিম পাকিস্তানে যাচ্ছে এবং তাদের ক্রিকেটারা ও বিপিএল এ আসছে। জাতি হিসেবে আমরা সত্যিই বড় নির্লজ্জ। নির্লজ্জ না হলে গত ৯ই নভেম্বর হিনা রাব্বানির সফরে ৭১ এর বর্বরতার জন্য অফিসিয়ালি মাফ না চাওয়ার পরেও পাকিস্তানে আমরা ক্রিকেট টিম'কে পাঠাতে পারতাম না। এই পোষ্ট কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। কেও কষ্ট পেলে আমি দুঃখিত। আর আমি নিজেও বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর ঠেকাতে প্রতিবাদকারীদের দলে ]

ধন্যবাদ
পথহারা সৈকত
গাজিপুর, বাংলাদেশ