মালালা তোমায় সালুট, তোমার দেশপ্রেমে আমি বিমোহিত

পথহারা সৈকত
Published : 2 Jan 2013, 07:43 AM
Updated : 2 Jan 2013, 07:43 AM

একজন পাকিস্থানী/ ইন্ডিয়ান আজীবন পাকিস্থানী/ ইন্ডিয়ান কিন্তু একজন বাঙ্গালী আজীবন বাঙ্গালী থাকে না। মালালা একটা ১৫ বছরের বালিকা, আমরা আমজনতা যাকে নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা-লেখি করলাম। আমাদের অনেকে কেঁদে বুক ভাঁসালাম, বোন বলে হৃদয়ে ঠাই দিলাম, আবার বীরদর্পে ঘোষনা দিলাম মালালার কিছু হলে জ্বলবে আগুন ঘড়ে ঘড়ে। আরে আমরা তো ছাড়…সয়ং জৈনেক জননেত্রী পর্যন্ত মলালা দরদে আপ্লুত, সেই মালালা কি না আমাদের বিড়াল বলে মন্তব্য করল? আসলেই শালার পাকিস্থানীরা বেইমান জাতি। তবে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি মালালা তার মন্তব্যের ক্ষেত্র একজন প্রকৃতদেশ প্রেমিকের দেশপ্রেমিকার (??) পরিচয় দিয়েছে। আসলে আমরা বাঙ্গালীরা ছারা আর সবাই দেশের প্রশ্নে একজোট। সম্ভব্যত আমরাই একমাত্র জাতি যারা নিজ দল মাঠে থাকার পরও অন্যদল কে সার্পোট দেই।

আর হা, নতুন বছরের প্রথম প্রভাতে ভ্রাতৃ তুল্য ব্ন্ধুবর ভারত আমাদের জানাল দুই,দুই জন তরতাজা বাঙ্গালীর রক্তে ভেজা শুভেচ্ছা। নিহতদের নাম নুরুল ইসলাম ও আক্তার এবং আমারা তাদের লাস গুলো ও পেলাম না। আমাদের বীর পররাষ্ট্র মন্ত্রণালয় শীত নিদ্রায় থাকায় সামান্যতম প্রতীবাদও করা হয়নী।পরিশেষে মুল কথা হল: একজন পাকিস্থানী/ ইন্ডিয়ান আজীবন পাকিস্থানী/ ইন্ডিয়ান আর আমরা কখন ভারতের দালাল কখনও বা পাকিস্থানের দলাল। আসুন না বলি পাকিস্থান ও ভারত কে।

ধন্যবাদ
পথহারা সৈকত
গাজিপুর, বাংলাদেশ