আসুন ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হই

সাখাওয়াত হোসেন
Published : 13 Jan 2013, 07:36 AM
Updated : 13 Jan 2013, 07:36 AM

নারী আমার বোন, নারী আমার মা৤ এক শ্রেণির পশুসূলভ পুরুষ আছেন যারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে৤ এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে৤ এটা মনে রাখতে হবে যে নারী কখনও ভোগ্য পণ্য নয়৤ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন জন সমাবেশে এই রকম অপরাধের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে৤ বাড়াতে হবে সচেতনা৤ নারীদেরকেও এক্ষেত্রে পোশাক ও চলাফেরায় সচেতন হতে হবে৤ সরকারের পক্ষ থেকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে৤ যাতে করে ভবিষ্যতে কেউ এই রকম অপরাধ করতে গেলে ঐ শাস্তির কথা মনে পড়ে৤ তবেই নারীদের প্রতি এই কাপুরুষিত প্রবণতা হ্রাস পেতে পারে৤ হ্রাস পেতে পারে সমাজের অপকর্মের হার৤