ফেসবুক হ্যাক থেকে বাঁচুন

মাসুদ
Published : 16 Feb 2016, 08:09 PM
Updated : 16 Feb 2016, 08:09 PM

সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্য ফেসবুক খুব জনপ্রিয়। ফেসবুক হল একজন ব্যবহারকারীর সাজানো সংসার, ফেসবুক আইডি প্রতিনিয়ত কিছু অসাধু ব্যবহারকারীর জন্য নষ্ট হচ্ছে হাজার হাজার ফেসবুক আইডি। তো চলেন কিভাবে হ্যাকারদের হাত থেকে আইডি রক্ষা করবেন। সরাসরিভাবে ফেসবুক হ্যাক করা সম্ভাব নই, তাই ব্যবহারকারীদের বোকা বানিয়ে হ্যাকাররা আইডি হ্যাক করে। তাই আপনাকে সতর্কতার সাথে ফেসবুক ব্যবহার করতে হবে। ফেসবুক থেকে কোন প্রকার সফটয়্যার বা কোন ওয়েবসাইট লগইন করা থেকে বিরত থাকবেন।
বার্তার মাধ্যমে ৯৯% আইডি হ্যাক হয়। আপনাকে বার্তার মাধ্যমে একটা পেজ লগইন করতে দিবে তার পর আপনি লগইন করবেন আপনার সব পাসওর্য়াড মেইল সব হ্যাকারের মেইলে চলে আসবে। তাই লিংক জাতিয় বার্তা থেকে দূরে থাকলে আপনার সখের ফেসবুকটা হ্যাকারদের হাত থেকে রক্ষা পাবে।
সবচেয়ে বড় কথা সচেতনকারী কখনো বিপদে পড়ে না।
ধন্যবাদ সবাইকে, বিডি নিউজ ২৪ এর সাথে থাকুন চিরকাল।