এখন যৌবন যার..যুদ্ধাপরাধীবিরোধী জেহাদ ফরজ

সাকূর আনাম
Published : 6 Feb 2013, 03:51 PM
Updated : 6 Feb 2013, 03:51 PM

এখন যৌবন যার,যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে সামাজিক আন্দোলনে অংশগ্রহন তার জন্য ফরজ।যুদ্ধাপরাধীবিরোধী জেহাদ ফরজ; ফরজে আইন। আল্লাহ তায়লার পরিষ্কার নির্দেশ খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। যারা একাত্তর সালে হাজার লখো মানুষের খুনি তাদের মৃত্যদন্ড ছাড়া আল্লাহর আইনে কোন গত্যন্তর নাই।আল্লাহর আইনে এইসব খুনির কোন মাফ নেই। তাই ওহে যুবক , ওহে তরুন আসো আন্দোলনে আস।যদি তুম মুসলমান হও, আল্লাহর আইন বাস্তবায়ন করতে মিছিলে আস। যদি তুমি হিন্দু হও ভগবানের অমোঘ নির্দেশ; যদি খ্রিস্টান হও গডের নির্দেশ পালনে আসো শাহবাগে।

এখন যৌবন যার , খুনি কাদের মোল্লা, গোলাম আযম, সাঈদী , নিজামী, সা. কা. চৌধূরী, কামরাজ জামান এর ফাঁসির দারি আন্দোলনে আস। সারা দেশে আন্দোলন গড়ে তোল। কলেজে স্কুলে ভার্সিটিতে যে যেখানে থাক কর আন্দোলন। ওহে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ছাত্র সমিতি বসে থেক না। আস আন্দোলনে।

ওহে ছাত্রলীগ, তোমার নামে অনেক দুর্নাম হয়েছে । তোমাকে চাঁদাবাজ সন্ত্রাসী বলছে একসময়কার ছাত্রলীগ সাবেক নেতারা। বলছে তোমরা আন্দোলন থেকে হারিয়ে গেছ। ওরে ভাই এখনই সময়। এখন দেখিয়ে দাও, চাদার ভাগাভাগিতে ছাত্রলীগ হারিয়ে যায়নি। মরে যায়নি গড্ডলিকা প্রবাহে। তোমরা প্রবল আন্দোলন গড়ে তুলে বিশ্ববাসীকে দেখিয়ে দাও সারা বাংলাদেশ চায় একাত্তরের খুনিদের বিচার। কঠিন বিচার। চায় ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোন গত্যন্তর নেই।