লিচু খেয়ে শিশুমৃত্যুর কারণ আবিষ্কার

মোঃ আজিজুর রহমান
Published : 3 Feb 2017, 01:45 AM
Updated : 3 Feb 2017, 01:45 AM

লিচু খেয়ে শিশুমৃত্যুর কারণ আবিষ্কার হলো। গত ৩০ জানুয়ারি ল্যানসেট গ্লোবাল হেলথে (ইমপ্যাক্ট ফ্যাক্টর ১৪.৭৩) প্রকাশিত একটি গবেষণা তাই বলছে। লিচুতে থাকে হাইপোগ্লাইসিন নামের এক ভয়ানক উপদান যা শিশুর শরীরে গ্লুকোজের মাত্রা মারাত্মকভাবে কমিয়ে দেয়। গবেষকরা নিশ্চিত করেছেন ভারতের মজাফফরপুরে লিচু খেয়ে গত প্রায় বিশ বছরে শত শত শিশুর মৃত্যু আসলে লিচুতে কীটনাশক ব্যবহার বা ভাইরাস সংক্রমণের জন্য হয়নি, হয়েছিলো হাইপোগ্লাইসিনের কারণে। খালি পেটে বেশি লিচু খাওয়া এবং রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়া ছিল অন্যতম সহায়ক।

গুগল ঘেটে দেখলাম গত বছর দিনাজপুরে লিচু খেয়ে ১১ শিশুর মৃত্যু ঘটে। দিনাজপুরে মারা যাওয়া শিশুদের লক্ষণ এবং প্রেক্ষাপট ছিল একই। তখন বলা হয়েছিলো, শিশুদের মৃত্যুর কারণ ছিল লিচুতে কীটনাশকের ব্যবহার।

গবেষকরা বলছেন, লিচু খেয়ে শিশুমৃত্যু কমানোর আসল উপায় হলো, লিচু খাওয়ার পরিমাণ কম রাখা এবং রাতের খাবার কোন ভাবেই মিস করতে না দেয়া। বেশি লিচু খেয়ে শিশুমৃত্যুর ঘটনা খুব কমন হলেও, বড়দের ক্ষেত্রে এরকম কোন ঘটনার কথা শোনা যায়নি।