স্বদেশ ভ্রমন-পিপাসুদের জন্য

সম্রাট
Published : 12 Dec 2014, 06:02 PM
Updated : 12 Dec 2014, 06:02 PM

ট্যুর সিজন শুরু হয়েছে তাই এই পোস্ট দিলাম
এদেশের প্রকৃতির সন্নিকটে পৌছাতে বা অ্যাডভেঞ্চার ট্যুর দিতে গেলে সাধারনত কক্সবাজার , বান্দরবান , সুন্দরবন , রাঙামাটি , খাগড়াছড়ি , সিলেট, গজনি(শেরপুর) ই বেশী উল্লেখযোগ্য । এসব জায়গাতে না গেলে আসলে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যতা-অপার সৌন্দর্য সম্পর্কে সিংহভাগ ই অজানা রয়ে যাবে। তবে এসব জায়গাকে সম্পূর্ণ উপভোগ করতে সিকোয়েন্স মেইনটেইন এর একটা ব্যাপার আছে । গজনি>কক্সবাজার> সুন্দরবন > রাঙামাটি > খাগড়াছড়ি > সিলেট > বান্দরবান ।। এই ধারাবাহিকতায় ট্যুর দিলে সবগুলো জায়গাই ১০০% উপভোগ করতে পারবেন । বিশেষ করে বান্দরবানের কথাটা আমি জোর দিয়ে বলছি। এখানে যদি কেউ অন্যান্য জায়গাগুলোর চেয়ে আগে যায় , দেন আই চ্যালেঞ্জ ইউ- যখন ঐ অন্যান্য জায়গাগুলতে যাবেন প্রায় অর্ধেক মজা কম পাবেন।বান্দরবান আগে ঘুরে আসলে কক্স-বিচ থেকে ইনানী-বিচে যেতে এক পাশে সমুদ্র আর এক পাশে পাহারের যে সৌন্দর্য কিংবা হিমছরির ছোট্ট ঝর্ণা কিংবা ট্রলারে করে সুন্দরবনের ভেতরে ঢোকা ইত্যাদি ইত্যাদি এসবের আসল মজাটা আর পাবেন না । মনে হবে এই সব জায়গাতেই আগে কখনও এসেছেন । বান্দরবানের শতাধিক ঝর্ণা , সর্বোচ্চ পর্বত শৃঙ্গে কিংবা বগালেকে অভিযানের কর্কটময় যাত্রা , পাহাড়ের চূড়ার আঁকাবাঁকা রাস্তা থেকে সাঙ্গু নদীকে আঁকাবাঁকা রশির মত দেখতে পাওয়া , মেঘের সাথে লুকোচুরি ( শীতকালে নয় ) , মধুর মত মিষ্টি পাহাড়ি আখ , এক একটা ঝর্ণায় পৌঁছানোর এক এক রকম অ্যাডভেঞ্চার । এই সব আপনার অন্যান্য ট্যুর উপভোগ করার ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট ফেলবেই । তাই ট্যুর এর ক্ষেত্রে সবশেষে বান্দরবান ।

তবে বিলিভ মি! কক্স-সৈকতে জোস্না-স্নানে কোন কিছু প্রভাব ফেলতে পারবে না(ইফ ইউ ক্যান ফিল দ্যাট )