সকালে, ভালো লাগছে না

অন্যমনষ্ক শরৎ
Published : 9 Nov 2011, 01:09 AM
Updated : 9 Nov 2011, 01:09 AM

ঘুম থেকে উঠে ভালো লাগতেই হবে এমন কথা নেই। খালি পেটে সিগারেট খেলে বমি বমি লাগবে জানি। ধোঁয়ার তৃষ্ণা আছে, স্নায়ুর থিরথির কাঁপুনিটাও টের পাচ্ছি বেশ, তাই আগ্রহ পাচ্ছিনা। দীর্ঘ যাত্রাপথে আঠালো কিছুর সাথে আটকে যাবার যে যন্ত্রনা তেমন দ্বান্দিকতায় অভ্যস্ত হওয়া স্বাস্থ্যকর নয় মোটেও। আসলে এই ভোর বেলাতেই আমি স্বাস্থ্য নিয়ে চিন্তিত। যেটা আদতে খুবই স্বাস্থ্যকর চিন্তা ভাবনা। এবং বোরিং।

যদিও ঘুম ভেঙ্গেছে পাখির ছটফটানীতে। ঘরের ভেতর আটকা পড়েছিল দোয়েল। তার আপ্রাণ পাখা ঝাপটানোতে ঘুম থেকে উঠে হাতড়ে হাতড়ে জানালা খুলে দিলাম। সে উড়ে গেল। নিজের জানালা খুলে দেবার সময়ও হয়ে এসেছে, সাত সকালেই।