একটি সেফ হোমের আত্মকাহিনি (সকল বিবেকবান ব্লগার ভাই বোনের কাছে সেফ হোমের আকুল মিনতি !)

অথৈ সাগর
Published : 21 April 2011, 07:36 PM
Updated : 21 April 2011, 07:36 PM

আমি একটি সেফ হোম । মানে নিরাপদ বাসা । আগে অনেকে মজা করে " লিটনের ফ্লাট" বলেও ডাকত । আমি আধুনিক মনের অধিকারি । মানুষের প্রাইভেসি কঠোর ভাবে নিয়ন্ত্রন করি । অনেক লেখক/কবি/রাজনীতিবিদের উত্থান আমার সেফ হোম থেকেই । ব্ড়লোকের উঠতি বয়সের মাইয়া পোলারা আমার বাসায় নিরাপদে আরাম আয়েশে গা ভাসিয়েছে । ডি জে পার্টিও হয় মাঝে মধ্যে । মধ্যরাত পর্যন্ত নাচানাচি/খানাপিনা কত মজা । তার পর কি হয় তা আমার নীতিগত কারনে বলতে পারছিনা । আমি অনেক গোপন রাজনৈতিক মিটিং এর সাক্ষি । কত কিছিমের লোকজন যে আছে দুনিয়ায় । এরা দিনের বেলায় একে অপরকে গালাগালি করে আর রাতে একসাথে সুরা পান করে । অনেকেই আমার নাম প্রথম শুনলেন , কিন্তু আমি অনেক আগে থেকেই বিখ্যাত । সন্ধ্যার সময় উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা এখানে মিটিং করেন । ডেভেলপাররা তাদের বাড়ির ডিজাইন এখান থেকেই পাশ করিয়ে নেয় । অনেক কাস্টম ক্লিয়ারেন্স এখান থেকেই ইস্যু হয় । অনেক ছুড ছুড মাইয়া/পোলারা আমার এইখানে লুকাচুরি খেলত । তারা এখন বড় বড় মন্ত্রী মিনিস্টার । ভাবলেই গর্ভে আমার ছিনা বাইরা যায় । কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না । কিছুদিন ধরে এখানে অনেক মানুষের আনাগোনা শুরু হয়ছে । আনা হচ্ছে নানা রকমের যন্ত্রপাতি । আমার বেশ ডর লাগতাছে । জানালা গুলা আগেই ছিল নিচ্ছিদ্র । এগুলা আরও মেরামত করা হইছে । বেশ কিছু ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিও ফিট করছে। দেয়াল গুলাইন উচু করা হইছে । বুঝতে ছিলাম না কে এমন আইব । আইজ সকালে এক পুলিশের বড়া সাহেব আইছিলেন । তারে দেইখা শান্তি পাইলাম । বড়ই রোমান্টিক পোলা আছিল । কতবার কত আফারে লইয়া যে আইছিল ! যাই হোক ওনার কাছ থেকে আমার মেহমানদের লিস্টি পাইলাম । দুঃখে আমার চোখ দিয়া পানি আইতাছে । জন্মের পর থেকে আমি কোন দিন কারো ক্ষতি করি নাই । এইখানে জোরজবরদস্তি কোন কাম হয় নাই । ভালবাসায় সিক্ত ছিলাম আমি । কিন্তু এইসব মেহমান একবার আমার হোমে আসলে চির জীবন আমি সবার ঘৃণার পাত্র হইয়া যাব । সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে দেখবো । থুথু ছিটাইব ।আমার পবিত্র বাড়িটা কলঙ্কিত হইব । শুনছি ব্লগে অনেক বিবেকবান লোকজন লেখাপড়া করে । মেহেরজান ছিনেমার প্রচার নিয়ে প্রথম এইখান থেকেই প্রতিবাদ শুরু হইছিল । কোন অবিচার হইলে সবাই কি বোর্ড নিয়া ঝাঁপাইয়া পড়ে । আমার সেবা পাইছেন এইরকম অনেকেও থাকতে পারেন । সবার কাছে আমার বিনীত আবেদন আমারে কলঙ্কিত হইতে দিয়েন না । আমি জানে মারা জামু । আপনারা যার যার কি বোর্ড / মাউছ নিয়া ঝাঁপাইয়া পড়ুন । আমারে বেইজ্জতির হাত থেকে বাঁচান । একটা মামুলি হোমের আবেদনে সারা দিন । প্লিজ………।

***
বিঃদ্রঃ ইহা একটি ফান পোস্ট । ব্যক্তিগত ভাবে নিলে মজা পামু মাগার কিছু করার নাইক্কা