ট্রানজিট রাজনীতি

এস দেওয়ান
Published : 27 Sept 2011, 03:16 AM
Updated : 27 Sept 2011, 03:16 AM

১৭ কোটি মানুষের বাংলাদেশ কিন্তু দুঃখের বিষয় এত বড় দেশ হওয়া সত্বেও বাংলাদেশকে বিশ্ববাসী ঠিক মতো চেনে না । কারণ চিনবার মতো কৃতিত্ব আমরা করতে পারিনি । কিছু বিদেশী বাংলাদেশকে চেনে দিন মজুরের দেশ হিসেবে আবার কেউ কেউ চেনে বন্যা আর তুফানের দেশ হিসেবে । আমাদের যে অল্প কিছু ভাল দিক আছে তা বিশ্ববাসী কে জানাবার মতো মিডিয়া তথা মিডিয়া ব্যাক্তিত্ব আমাদের দেশে নেই, এক শাইখ সিরাজ ছাড়া । আমাদের ভাষা বিদেশীরা বোঝে না । অতএব আমাদের যদি কিছু ইংরেজী টিভি চ্যানেল থাকত তাহলে তার মাধ্যমে বহির্বিশ্বের মানুষ বাংলাদেশকে জানত কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের বিত্ববানরা একথা ভাবেন না । এখন ট্রানজিট আমদের কে এই অঞ্চলে আকর্ষনিয় করে তুলেছে আমরা যদি এই ট্রানজিট কে কাজে লাগাতে পারি তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে । চীন, ভুটান, নেপাল ও ভারতের কাছ থেকে এই ট্রানজিটের মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করতে পারে শুধু তাই নয়, এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের ও অভাবনিয় বিকাশ ঘটতে পারে । এই ট্রানজিট আমাদের বন্দর গুলি কে বিশ্বের অন্যতম পরিচিত বন্দর করে দিতে পারে যা বাংলাদেশ কে ও সারা বিশ্বে পরিচিত করবে, দেশের ভাবমূর্তির উন্নতী হবে । কিন্তু এই স্বপ্ন এত সহজে সফল হবার নয় কারন ট্রানজিট কে যারা সফল করবে তারা এটা কে নিয়ে রাজনৈতিক খেলা খেলছে । তারা জনগন কে উলটো বুঝিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে । আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ অপদার্থ/দুর্নীতিবাজ যার ফলে আমাদের দেশের আজ এই অবস্থা । এই রাজনীতিবিদরা বাংলাদেশকে এতটাই নিচুতে রেখেছে যে আজ বিদেশী মিডিয়া তে আমাদের কোনো অবস্থান নেই, আমদের কথা কেউ বলতে চায়না ।

বাংলাদেশের মানুষের এরকম কিছু কাজ করা উচিৎ যাতে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল হয় । সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মান করুন এবং ট্রানজিটের সদব্যবহার করুন । বিরোধী দল শুধুই নিজেদের স্বার্থের কথা ভাবে, অতএব তাদের কথায় কান দিয়ে দেশের উন্নতীর কথা ভাবুন । বিরোধী দলের কাছে আমার অনুরোধ আপনারা ট্রানজিট নিয়ে রাজনীতি না করে এর মাধ্যমে দেশ কে উন্নত করুন । আপনারা আজ অপজিশনে আছেন কাল ক্ষমতায় যেতে পারেন তখন ট্রানজিট নিয়ে কি ভাববেন সে কথা আজই ভাবুন । এই জাতীকে আর কত কাল অনুন্নত রাখবেন ? যেখানে দেশের স্বার্থের প্রশ্ন সেখানে দুই পক্ষ এক থাকার চেষ্টা করুন । নিজেদের স্বার্থের জন্য দেশের ক্ষতি করবেন না ।