বাংলা বাঁচাও

এস দেওয়ান
Published : 10 Nov 2011, 04:50 PM
Updated : 10 Nov 2011, 04:50 PM

আমাদের দেশে যে সব জিনিষের অভাব রয়েছে যেগুলো না হলে দেশ চলতে পারবে না সে সব জিনিষ অবশ্যই বিদেশ থেকে আমদানী করতে হবে । এমন কি ইস্রাইল থেকে আমদানী করলেও আমার আপত্তি নেই। তবে যেগুলো আমাদের শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে সেগুলো আমদানী করা কি বুদ্ধিমানের কাজ? বাংলাদেশের মানুষের মধ্যে যদি সেই গুন থাকতো তাহলে এই দেশ ও মালেশিয়ার মতো একটি উন্নত দেশ হতো । হিন্দী ফিল্ম/টিভি না হলে বাংলাদেশীরা মাঠে মারা যাবে না । আমার বাসায় হিন্দী চ্যানেল চলে না তাতে আমি রুগ্ন হয়ে যাইনি । তবে সবাই আমার মতো হিন্দুস্তান/পাকিস্তান বিরোধী নয়, তাই এখানে সরকার কে ভূমিকা পালন করতে হবে ।

শুনেছি স্টার প্লাস না দেখলে নাকি খালেদা জিয়ার ঘুম আসে না । এখন তাঁকে কে ঠেকাবে তিনি তো সরকার, আদালত, নির্বাচন কমিশন, দুদক, সংসদ কিছুই মানেন না । প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন এত রাত পর্যন্ত জেগে খালেদা কী করেন ? ——— উত্তরে খালেদা কী করে বলবেন " আমি সারা রাত স্টার প্লাস দেখি" । মানুষ জুতো মারবে না? একদিকে ভারত বিরোধী স্লোগান অন্য দিকে হিন্দী চ্যানেলের প্রতি দুর্বলতা । ছিঃ ধিক শতবার ।