মাছ এক্সপোর্ট করতে কোথায় কত টাকা ঘুষ লাগে

সেখ-শরীফ
Published : 12 May 2012, 08:38 AM
Updated : 12 May 2012, 08:38 AM

সরকারী চার্জ ছাড়া একটা কন্টেইনারে শিপমেন্ট করতে কত টাকা ঘুষ লাগে ।

১। মাছ সংগ্রহ করে, ফ্যাক্টরিতে প্রসেসিং করার পর F.I.Q.C এর ইন্সপেক্টর পরিদর্শন করে সেখানে লাগে =5000-7000 টাকা ।
২। ইন্সপেক্টর সাহেব নমুনা সংগ্রহ করে F.I.Q.C তে জমা দিতে লাগে =200 টাকা ।
৩। Micro Biological test করতে =3000-3500 টাকা(টেস্ট ভাল হলেও টাকা না হলেও টাকা )
৪। টেস্ট রেজাল্ট দেবার পর, সার্টিফিকেট নিতে অফিস খরচের জন্য প্রতি সার্টিফিকেট এ =500-700 টাকা ।
৫। পিয়ন কে = 100-200 টাকা ।
৬। কম্পিউটার অপারেটর কে =50-100 টাকা ।
৭। টেস্ট রেজাল্ট লেখার জন্য =50-100 টাকা ।
৮। Q.C অফিসার কে দিতে হয় =1000-1500 টাকা ।
৯। একটু নুনের থেকে চুন খসলে আরও জরিমানা গুনতে হবে Extra বোনাস হিসেবে । সেখানে ধরি =5000-10000 টাকা

১০। সেই সার্টিফিকেট যায় কাষ্টমে সেখানে ধরেন =5000-6000 টাকা
১১। এরপর কনটেইনার Dipo তে গোয়েন্দা কে =500-1000 টাকা
১২। আরও আনুসঙ্গিক ঘুষ =500-1000 টাকা

মোট = 20900 টাকা থেকে 31300 হাজার টাকা ঘুষ দিতে হয় প্রতি কন্টেইনারে ।