শিক্ষক বাবার আর্ত চিৎকার

সেখ-শরীফ
Published : 20 May 2012, 06:23 PM
Updated : 20 May 2012, 06:23 PM

আমি দেখেছি আমার বাবা কে এই শিক্ষক গুরুদের মাজে । কত কষ্ট করে চলতে হয় এই কম বেতনে । আমি যখন ক্লাস ফাইভ এ তখন বাবার 500 টাকা মাসিক বেতন ছিল অল্প! কী দারুন কষ্টের দিন । আজ বাবা অবসর । যদি তিনি আজও বেসরকারি রেজি-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থাকতেন, তাকেও পুলিশের গুণ্ডা বাহিনী রেহাই করত না ।

কত দিন না খেয়ে ক্লাস নিয়েছে সেটা আমি দেখেছি । কত চোখের পানি দেখেছি বাবার, গোপনে রুমাল দিয়ে মুছতে । সপ্ন দেখেছিল একদিন এই স্কুল সরকারী হবে তখন সব দুখ মুছে যাবে ।

আজ দেখি ওই শিক্ষক বাবাদের চোখের পানি পুলিশ লাঠি দিয়ে পিটিএ বের করে পায়ের বুট দিয়ে ঠুকরে ঠুকরে জম জম কূপ তৈরি করছে ।

বাবা তোমায় সালাম, তুমি ৭১ -এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ । এর পর কতটি বছর যুদ্ধ করে আমাদের আলোর পথ দেখিয়েছ । আজ মনে পড়লে শুধু আমি কাধি । তোমার একটু সুখের জন্য আজ আমি সেই যুদ্ধে পা রেখেছি । তোমার সপ্ন পূরণ করে ফিরব । দোয়া কর বাবা । প্রয়োজনে নিজের সব রক্ত দিয়ে লিখে আসব তোমার নাম । যে, আমার বাবা ও একদিন শিক্ষক ছিল ।