পল্লীগীতি ও রবীন্দ্রসংগীত অবমাননা

সত্য দাস
Published : 28 May 2012, 09:12 AM
Updated : 28 May 2012, 09:12 AM

ঘটনাটা উনিশ মে তারিখের । ভারতের একটা বাংলা চ্যানেল জী বাংলার একটা অনুষ্ঠান হল সা রে গা মা পা।
জী বাংলার ওই অনুষ্ঠানে এবার বাংলাদেশ থেকে প্রতিযোগী নেয়া হবে। সেজন্যে সেদিন শিশু একাডেমীতে অডিশন এর আয়োজন করা হয়।
অনেক শিল্পী আসেন সেখানে অডিশন দিতে । কষ্টের ব্যাপার হল অডিশন দিতে আসা সবাই ক্ষোভের সাথে বলেছেন যে অডিশন রাউন্ডে পল্লীগীতি ও রবীন্দ্রসংগীত গাওয়াকে অবমাননা করা হয়েছে । যারা অডিশন এ টিকেছে তাদের প্রতেককে অবশ্যই হিন্দী গাইতে হয়েছে ।
এখন কথা হচ্ছে বাংলা গানকে ভালবেসে যদি তারা এদেশ থেকে শিল্পী নিতে আসত তবে তারা শিল্পীদেরকে অবশ্যই হিন্দী গান গাইতে বলত না।
আমাদের সবার উচিত অন্তত নিজের অস্তিত্ব ও মূলকে আমরা যেন মনে রাখি । আমরা যেন আমাদের মা মাটি দেশকে মানুষের কাছে বিক্রি না করি।