সাংবাদিকতা ও আমার বন্ধু

সত্য দাস
Published : 29 May 2012, 08:39 AM
Updated : 29 May 2012, 08:39 AM

সকাল ৭ টায় ঘুম ভাঙলো আমার মুঠোফোনের রিংটোনের শব্দে। বিরক্ত ভরা গলায় হ্যালো বলতেই ওপাশ থেকে বন্ধু আশরাফ এর গলা শুনলাম। "কিরে এত সকালে?"-আমার প্রশ্ন শুনে আশরাফ বলল,"দোস্ত গতকালের বিডিনিউজ এর অফিসের সন্ত্রাসী হামলার ঘটনায় আমার মায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে। মার ধারণা আমাকেও একদিন এসব হামলার শিকার হতে হবে।তুই মাকে একটু ফোন করে বলবি? তোর কথাতো মা শুনে।তুই এখনই মায়ের সাথে একটু কথা বল দোস্ত।"

আমার বন্ধু আশরাফ ৯ দিন হল একটা দৈনিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর যেভাবে হামলা হচ্ছে সেজন্যে তার মা খুবই শংকিত ছেলেকে নিয়ে।

আমি জানি না এদেশে সাংবাদিকতার আসলেই ভবিষ্যৎ কি?

কিছু কিছু সাংবদিক বন্ধুদের সাথে আড্ডা দেবার সময় ওরা বলে,"দোস্ত বাসা থেকে যখন বের হই তখন মনে হয় ঐদিন বাসায় ফিরতে পারবোতো?"
দিন দিন মানুষ শুনেছি উন্নত হয়। সভ্যতার বিকাশ ঘটায়। আর আমরা আসলে কোন সভ্যতার দিকে এগুচ্ছি কে জানে?