জয় বাংলা স্বাধীনতার স্লোগান

শায়লা লোপা
Published : 11 Feb 2013, 05:36 AM
Updated : 11 Feb 2013, 05:36 AM

আমার কিছু বন্ধুর সাথে কথা হচ্ছিলো সমসাময়িক বিষয় তথা যুদ্ধাপরাধীর বিচার, শাহবাগ গন জাগরনের ডাক এইসব এর মধ্যে একজন বোললো " জানো অনেকেই বলাবলি করতেসে এই আন্দোলনের তলে তলে আসলে সরকারি দলই কলকাঠি নারতেসে ওরাই মূল হোতা নাইলে কি আর স্লোগানে বার বার জয় বাংলা বলে " । তারপর আমি তাকে যা উত্তর দিলাম সেটা ভিন্ন বিষয় কিন্ত সাথে সাথে এও মনে হোল এই বিষয় টা নিয়ে আমি অন্তত আমার ধারনাটা অল্প কথায় ক্লিয়ার করি আমার এফবি ও ব্লগার বন্ধুদের সাথে ।——–

মুক্তিযোদ্ধারা কতোটা তাঁদের পরিবারে ব্যাক্তিগত, কতোটা দেশের সবার ( সেই সকল ৯৯% মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী) ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পুরো বাঙালি জাতির নয়,নাকি একটি সুনির্দিষ্ট পরিবারের ? ত্রিশলক্ষ্য শহীদদের উত্তরাধিকার কারা ? সবগুলো প্রশ্নের একটাই উত্তর এঁরা সবাই বাঙালি জাতির । বাঙালি হিসেবে এঁরা শ্রেষ্ঠতম মানুষ আর আমরা তাদের উত্তরাধিকারি এর বাইরে আর কোন অঙ্ক নাই । তাহলে জয় বাংলা কি কোরে কারো ব্যাক্তিগত স্লোগান হয়?যাদের এই ভ্রান্ত ধারনা আছে , তাদের জন্য বলছি—-

জয় বাংলা সমগ্র বাঙালি জাতির চেতনার , দৃঢ়তার, ঐক্যতার, অসাম্প্রদায়িকতার ও সাম্যবাদের স্লোগান । সকল বাঙ্গালিই চায় দিকে দিকে বাংলার জয় হউক, তাই দয়া করে এই 'জয় বাংলা স্লোগান টাকে কোন দলের নামে ব্র্যান্ডিং করবেন না ।
—- জয় বাংলা
—- জয় বঙ্গবন্ধু
—- জয় সকল মুক্তিযোদ্ধা
—– জয় বাংলার মেহনতি মানুষ