ধর্ম ভিত্তিক রাজনীতি, আইন করে নিষিদ্ধ কর

শায়লা লোপা
Published : 14 Feb 2013, 09:35 PM
Updated : 14 Feb 2013, 09:35 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের পরিবর্তন হচ্ছে আগামী রবিবার ( আশা করা জায়) । এতে করে আপিলের ক্ষেত্রে রাষ্ট্র ও সরকার পক্ষ্য সমান সুযোগ পাবে । — রাজাকারদের ফাঁসি , এতো হতেই হবে বরং এটাই আশ্চর্যের বিষয় যে কাদের মোল্লার মতো একটা খুনি, পিশাচের ফাঁসির আদেশ না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া । কিন্ত আমার জানার বিষয় হচ্ছে যে, ধর্ম ভিত্তিক রাজনীতি তথা জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার বিষয়টা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কি ভাবছে। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী ,সরকার যখনই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবে, সাথ সাথে তারা জামাতের নিবন্ধন বাতিল করবে । কিন্তু সরকার তো এই বিষয়টা নিয়ে কিছু বলছে না । ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টা বর্তমান সরকারে ইস্তেহারেই ছিল ।শুধু মাত্র রাজাকারের ফাঁসি হলেই হবে না , সমষ্টি গত বিচার হওয়া প্রয়োজন । জামাতের রাজনীতির ভিত্তি প্রস্তরটাই হচ্ছে যুদ্ধাপরাধীদের নিয়ে , তাদের রাজনৈতিক আদর্শ হচ্ছে খুন, জখম, রাহাজানি সর্বোপরি দেশদ্রোহিতা । তাই, আশা করছি যত দ্রুত সম্ভব ধর্ম রাজনীতি নিষিদ্ধ হবে । এই যে সরকার এই বিষয়টা নিয়ে ঝুলাইলে কিন্তু হবে না । আমাদের এখন আর এতো টাইম নাই ( স্বাধীনতার ৪২ বছর), তেমনি আপনাদের ও তো টাইম কম , সামনে আবার ইলেকশান । কি বলেন ?