শাহবাগের খরচ কারা দেয়

শায়লা লোপা
Published : 15 Feb 2013, 07:43 AM
Updated : 15 Feb 2013, 07:43 AM

সেদিন আমার এক পরিচিত ভদ্র-মহিলা আমাকে জিজ্ঞাসা করছিলেন " আচ্ছা শাহবাগে যে এত দিন যাবত সবাই আছে এদের খরচ কে দেয় ? কি ভাবে চলছে ? মনে হয় সরকারই দেয়, তাই না । আমি তার কাছে জানতে চাইলাম ' আপনি কি শাহবাগ গেসিলেন ?' তিনি বললেন 'না' । আমি তারে বললাম এক কাজ করেন শাহবাগ যান সাথে করে ৫/১০ কার্টন পানি,২০/৫০ প্যাক বিস্কুট আর যা যা মন চায় নিয়ে যান দেইখাও আসেন তাদের কেমনে চলে আর জিনিস গুলাও দিয়া আসেন । আমি জানিনা আমার কথায় তিনি মাইন্ড করছেন কি না তবে আমার এই কথাটা শেয়ার করার একটা উদ্দেশ্য আছে , সেটা হোল আমাদের এই ১৬ কোটি মানুষের দেশে যদি ১ কোটি মানুষও ২ টাকা করে কনট্রিবিউট করে তাইলেও ২ কোটি টাকা গনজাগরণ ফান্ডে উঠে আসে । ধরেন শাহবাগ প্রতিদিন ৫০০০ মানুষ যায় এরা সবাই যদি ২ টাকা করে দেয় তাইলে প্রতিদিন কালেক্ট হবে ১০০০০ টাকা । এই রকম ভাবে সারা দেশেই চলতে পারে । প্রধান কথা হল ইচ্ছা । লজ্জার কিছু নাই , আমার যা সামর্থ্য আমি দিবো , কারন এই যুদ্ধ শুধু তরুণদের একার নয়, এই যুদ্ধ সবার ।বাঙালি জাতির । জয় বাংলা ।