যানজট নিরসন এর নতুন উপায়………

মহিব
Published : 31 March 2011, 06:49 AM
Updated : 31 March 2011, 06:49 AM

আমাদের দেশের টাকা মনেহয় গাছে ধরে। কোটি কোটি টাকা খরচ করে মনোরেল বসাতে চাই। আবার বেহুদা কিছু fly over বানাই। একটু ভাবলে বুঝা যাবে আসলে মনোরেল এর দরকার এতটা নাই। আমদের বর্তমান যেই রেল আছে তা দিয়েই আমরা এই সমস্যার সমাধান করতে পারি। কারন মনোরেল চালানোর মতো বিদ্যুত আমাদের নাই। তো আসা যাক কি ভাবে? যদি আমরা দেখি কমলাপুর থেকে ছেড়ে আসা রেলগুলো টংগী পর্যন্ত কোন কোন যায়গায় থামে। ১> তেজগাও ২> কেনটনমেনট ৩> বিমান বনদর ৪> টংগী। এর মাঝে সব রেল সব খানে থামে না। যদি আমরা ১> মগবাজার ২> তেজগাও ৩>বনানি ৪> কেনটনমেনট ৫>বিমান বন্দর ৬> টংগী। এভাবে থামি আর আপ – ডাউন সব রেল এর নিয়ম থাকবে যে, ঢাকা – টংগী বা টংগী – ঢাকা সব জায়গায় সব রেল থামতে হবে। তো আশা রাখি আমাদের আর এতো টাকা দিয়ে মনোরেল বসাতে হবে না। আর সরকারের ও রেল এর টিকেট থেকে আয় বাড়বে। জনগন ও বাসের জন্যে আর যানজটে লাইনে থাকতে হবেনা। কারন হিসাব মত আধা ঘণ্টা পর পর রেল পাওয়া যাবে।