আরোহীর ইচ্ছা মত সিএনজি’র না যাবার কারন —– পুলিশ!

মহিব
Published : 9 April 2011, 04:54 PM
Updated : 9 April 2011, 04:54 PM

এমনিতেই যানজট।এর পর বাস পাওয়া যায় না। মানুষ বাধ্য হয়ে CNG খোঁজেন। কিনতু এই CNG পাওয়াটা কতটা কঠিন তা যারা খোঁজেন তারা জানেন। মনে হবে যে CNG গুলো হাওয়া খেতে বেরিয়েছে। কোন জায়গাই যায় না।আবার গেলেও ভাড়া ৩ গুণ।এরা চলে ইচ্ছা মাফিক। এর কারন কী? এর কারন আমাদের পুলিশ বাবাজিরা। কিভাবে? বলছি।জন দূর্ভোগ যখন চরমে তখন উনারা এই সব সিএনজি'র কাছ থেকে মাসিক উপরি নেন।সেটাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে উনারা সিসটেম টা এমন করে রেখেছেন যে, এটা এলাকা ভিত্তিক।সেই কারনেই CNG নিজের এলাকা ছেড়ে আরেক এলাকায় যেতে চান না।কারণ আরেক এলাকায় গেলে আরেক সার্জেন্টের হাতে পড়লে তাকে বেশী ঘুষ দিতে হবে। এ সব তথ্য্ পাই এক CNG চালকের কাছে। পুলিশ আর কর্তৃপক্ষের কাছে জিম্মি হয়ে আছে জনগন। এর থেকে বের হবার উপায় কি কারো জানা আছে?