MRP – আমরা কি গরীব ? দেখে তো মনে হয় না।

মহিব
Published : 20 April 2011, 02:16 PM
Updated : 20 April 2011, 02:16 PM

আমরা কি গরীব? কে বলেছে? আমরা গরীব না। কিছুদিন আগে মালয়শিয়াতে মেশিন রিডেবল পাসপোরট (MRP) শুভ উদ্বোধনের জন্য সাহারা খাতুন আসেন।উনারা আসলে ৫ তারায় থাকেন। ইত্যাদি ইত্যাদি খরচ হয়। কিন্তু টাকা কে দেয়? সরকার। সরকারকে টাকা কে দেয়? জনগন। তো আমরা গরীব হলাম কী ভাবে? কারন সামান্য একটা কাজের জন্য ম্যাডাম আসলেন। ফিতাটা কেটে চলে গেলেন।আর এতে সরকারের থেকে চলে গেল লাখ লাখ টাকা। তো আমরা গরীব কোথায়? সাহারা খাতুন না এসে দিপু মনি আসলে বুঝতাম যে, এক বারে এ দেশের সরকারের সাথে আমাদের সমস্যা নিয়ে কথা বলে যাবেন।তা না হয়ে হল আরেকটা।আবার দিপু মনি পরে আসবেন।আলাদা ভাবে আবার বাজেট হবে।সমস্যা কোথায়? সরকারকে বলি সমস্যা না থাকলে আর আমরা গরীব না হলে, বাজেটের সময় world bank আর IMF এর পা চাটেন কেন? আর পা চেটে যদি আনতেই হয় তো এ টাকা বেহুদা খরচ করেন কেন? MRP র জন্য সাহার খাতুনের আসার কোন দরকার ছিল না। হাই কমিশনার সাহেব ও কাজটা করতে পারতেন।আর যত গুলো দেশে দূতাবাস আছে সব দেশে যেতে গেলে কি পরিমান খরচ হবে শুধু ফিতা কাটার আর বিলাসের জন্য।এত টাকার যোগান কে দিবে? সরকার নাকি আপনার আর আমার পকেট?