রাজনৈতিক শিষ্ঠাচার কাহাকে বলে?

সৈয়দ আতাউর রহমান কবির
Published : 28 Jan 2012, 12:40 PM
Updated : 28 Jan 2012, 12:40 PM

গত ৯ই জানুয়ারি ২০১২ বিএনপির রোডমার্চ শেষে চট্টগ্রামের জনসভায় খালেদা জিয়া ২৯ জানুয়ারি ঢাকাসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল ২৯ জানুয়ারি বিকেলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হবে।

অপরদিকে আওয়ামী লীগের ভাষায় 'বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র' মোকাবিলা করতে আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের জনসভার কর্মসূচি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মহানগর শাখার বর্ধিত সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়।

সুস্থ ধারার রাজনীতির অন্তরায় কোন দল?রাজনৈতিক শিষ্ঠাচারই বা কাহাকে বলে ? এটা কি সেই শিষ্ঠাচারেরই উদহরন? আর কত পথ পার হলে দেখব সত্যিকরের সেই শিষ্ঠাচার?