তোমরা যে যাই বল, “মেঘের আকাশ মেঘে ঢাকা”

সৈয়দ আতাউর রহমান কবির
Published : 13 Feb 2012, 04:17 AM
Updated : 13 Feb 2012, 04:17 AM

সাগর মেহেরুন ওরা কি জানতেন মেঘের পরিনতি
তাই কি ছেলের নাম রেখেছিলেন " মেঘ"?
মেঘের আকাশে সাঝসকালে এ আবার কেমন মেঘ ?
একটা হত্যাকাণ্ডে দুইটা খুন তারা মেঘেরই বাবা মা, সাংবাদিক দম্পতি- সাগর সরওয়ার ও মেহেরুন।

কী কারন ? কারন একটাই "অকারন"।

মেঘের কান্না মেঘের হাসী , কান্না দেখে কান্নাকাটি
মেঘের জীবন মেঘেভরা , আজীবনের ছন্নছাড়া। (তেমনটা না হোক)

আকাশ ভেঙ্গে চুরমার ভূ-কম্পের চেয়েও কঠিন কিছু সমুদ্রো হতে সুনামির স্রোত
কাটাপড়াট্রেন, ক্রাশ হওয়া প্লেন এমন অজস্র কঠিন যা কিছু
তারচেয়েও বেশী আঘাতে আজ মেঘ আহত খন্ডখন্ড আকাশ মেঘেরবুকে ভরকরে ।

রহস্য, বিচার ,গ্রেফতার, জিজ্ঞাসাবাদ ওসব শান্তনার ফুলঝুড়ি-
মেঘের কাছে ওসব অর্থহীন।
এখনও মেঘ প্রতিমূহুর্ত অপেক্ষাকরে , এই বুঝি বাবা ডাকল তারে , এই বুঝি মা ডাকল তারে,
আহা! পৃথিবীতে এমন মূহুর্ত কেউ কি কখনও দিতে পারে? হ্যাঁ পারেন, যিনি পারেন- মেঘ কে আমরা তার কাছে তার হেফাজতেই রেখেছি স্বজতনে। তুমি আমি আমরা সবাই কর্তব্য কাজ করি, বাহ্যিক দ্বায়ীত্ব পালন করি। এটা সেই মহান খোদাতালার সন্তুস্টি । যিন মেঘকে নিয়ে বেশি ভাবেন, অনেক বেশী । আমরা এ সত্য জানি কিন্তু ব্যাক্ত করিনা । মহান খোদাতালার সন্তুস্টি লাভের জন্য সবার এখন মেঘের কাছে থাকা বরবেশী প্রয়োজন । আসুন আমরা সবাই খোদাতালার কাছে সাংবাদিক দম্পতি সাগর ও মেহেরুনের জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি তাদের একমাত্র পাঁচ বছরের শিশু সন্তান মেঘের জন্য ।