ফাস্টস্টোন ফটো রিসাইজার

শিবলী
Published : 20 March 2011, 03:51 PM
Updated : 20 March 2011, 03:51 PM

আমরা ডিজিটাল ক্যামেরাতে যে সকল ছবি তুলে থাকি তা সাধারণত অনেক বড় হয়। এ সকল ফাইল ইন্টারনেটে আপলোড করতে অনেক সময় ও ব্যান্ডউইথ দরকার হয়। এজন্য এ সকল ফাইলের সাইজ কিছুটা ছোট করে আপলোড করলে সময় ও ব্যান্ডউইথ বেঁছে যায়। FastStone Photo Resizer একটি ছোট কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে ছবি পরিবর্তন, নতুন নাম, আকার পরিবর্তন ইত্যাদি করা যায়। এটি বিনামূল্যে ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে।

ঠিকানাঃ
http://www.faststone.org/FSResizerDownload.htm
or
http://www.mediafire.com/?qgn77o5lbgb553k

নিম্নলিখিত ওয়েব ঠিকানা হতে আর অনেক সফটওয়্যার সম্পর্কে জানা যাবেঃ
http://www.lognotechnologies.com/forum/index.php