জয়ের আনন্দে বিষাদ

শিবলী
Published : 26 Feb 2011, 07:46 AM
Updated : 26 Feb 2011, 07:46 AM

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে রাস্তায় নেমে উল্লাসরত এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

শনিবার প্রথম প্রহরে রাজধানীর বনানীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া শাহবাগে বাসের ধাক্কায় আহত হয়েছে তিন জন।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

শুক্রবার শ্বাসরুদ্ধকর খেলায় আয়ারল্যান্ডকে ২৭ রানে হারায় বাংলাদেশ। রাত সাড়ে ৯টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই বাঁধভাঙা উল্লাসে মাতে রাজধানী। অনেকেই মিছিল নিয়ে নামে রাস্তায়, যা চলে গভীর রাত পর্যন্ত।

এরই এক পর্যায়ে বনানী ও শাহবাগের দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে বনানী ওভার ব্রিজের উত্তর পাশে বালুবাহী একটি ট্রাক সড়কে উল্লাসরত যুবকদের ধাক্কা দেয়। এতে ১১ জন আহত হয়। পরে একজন মারা যায়।

আহতদের মধ্যে তিন জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা হলেন- মো.আরমান (২৭), শিহাব (২৪) ও হেলাল (২২)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রায় একই সময় শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় তিন জন আহত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

মোজাম্মেল বলেন, "পোশাক বেশ দেখে মনে হয় না নিহত যুবক ও আহতরা ছাত্র।"

—————————————————————–
খবর সূত্র