উপড়ে পড়ার ঝুঁকিতে শেকড় কাটা যশোর রোডের শতবর্ষী গাছগুলো 

শাহ জামাল শিশির
Published : 27 May 2019, 01:17 PM
Updated : 27 May 2019, 01:17 PM

রাস্তা সংস্কারের জন্য গাছ কাটার প্রস্তুতি নেওয়া হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট আবেদনে সাড়া দিয়ে গাছ না কাটার আদেশ দিয়েছিল আদালত। ফলে গাছ না কেটেই যশোর-বেনাপোল মহাসড়কে  জায়গাভেদে সামান্য প্রশস্ত করে  গত বছরে সংস্কারের কাজে হাত দেওয়া হয়।

রাস্তা সংস্কারের জন্য প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট গর্ত খোঁড়া হচ্ছে এবং প্রশস্তকরণের জন্য সেই গর্ত একেবারে গাছের গোড়া পর্যন্ত চলে গেছে।  খোঁড়াখুঁড়ির সময় গাছের বড় বড় শেকড় কেটে ফেলা হয়েছে। ফলে উপড়ে পড়ছে এখানকার গাছগুলো।

এরই মাঝে ঝিকরগাছা নবীনগর এলাকায় দশটির মত গাছ উপড়ে পড়েছে। কিছুদিন আগে ঝিকরগাছার পাঁচপুকুরের সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে। এছাড়া পুরন্দরপুর বিহারি পাড়া এলাকায় কয়েকটি গাছের গোড়ায় ফাটল এসেছে।  স্থানীয়দের শংকা যে কোনো মুহূর্তে এই গাছগুলোও গোড়াসহ পড়ে যেতে পারে।

সামান্য ঝড়-বৃষ্টি হলে গাছ ভেঙ্গে পড়ে এই মহাসড়কের পাশে অবস্থানরত মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন তারা।

ক্ষতি হবে সদ্য সংস্কার হওয়া মহাসড়কেরও।

এই আশংকা থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।