আসুন, যুদ্ধে নামি…

যাযাবর পাখি
Published : 5 Feb 2013, 08:12 PM
Updated : 5 Feb 2013, 08:12 PM

আমরা যারা আফসোস করতাম '৭১ এর আগে আমাদের জন্ম হয়নাই বলে…, যুদ্ধে জীবনটা উতসর্গ করতে পারিনাই বলে…, সময় এসেছে আজ সেই আফসোস ঘোচাবার।

কল্পনায় কোন ছেলে '৭১ এর যুদ্ধে অংশগ্রহন করে নাই, আমি অন্তত এটা বিশ্বাস করি না। যুদ্ধের ময়দানে দু'চারটা হানাদারের মাথা কতবার থেঁতলে দিয়েছি! ক-তো-বা-র ট্রিগার চেপেছি!! কতো রাজাকারকে ঝুলিয়ে দিলাম!!!

বাস্তবে আসুন। সুযোগ এবার সামনে। চোখ মে…লে… তাকান। দেখা যায়- হানাদার দোসরদের? চিনতে পারছেন আজ??

যুদ্ধের সময়টাতেও কি মানুষের মধ্যে ঠিক এতটাই উদ্বেগ আর উত্কণ্ঠা কাজ করত না? 'না জানি কখন এসে ছেলেদেরকে রাজাকাররা তুলে নিয়ে যায়!'-আমাদের দাদীরা কি এমনই এক অজানা আশংকায় দিন কাটাতেন না? আজ আমার মা'ও জায়নামাজে বসে উত্কণ্ঠায় সময় কাটান-'তার ছেলে অফিস থেকে ঠিকঠাক মত আজ বাসায় ফিরবে তো……!!!!!!!!'
তাহলে তফাতটা কোথায়!?

দেশে আসলেই যুদ্ধ চলছে। ভালো বনাম খারাপের যুদ্ধ…। আলো বনাম অন্ধকারের যুদ্ধ…। অল্প ধর্মশিক্ষিত আত্মতুষ্টিতে ভোগা কিছু অন্ধ মানুষের সাথে বিবেকের যুদ্ধ…।
আসুন……… আরো একবার যুদ্ধ করি।

গর্জে ওঠো বাংলাদেশ।
গর্জে ওঠো মুক্তিসেনা……।

জানি, অনেকেই পিছাবেন।
১৯৭১ এও অনেক ভীরু-কাপুরুষ যুদ্ধ করে নাই।
কেউ বাবা মায়ের চোখের রাঙানিতে, কেউ বউ-বাচ্চা আর সংসারের ঘানি টানার চোটে, আবার কেউ বা শু…ধু…ই… কাপুরুষ বলে!!!!!!!!!

আপনি কোন দলে?
It depends on YOU.