মনমোহনের বক্তব্যটি কিসের ইঙ্গিত দিলো?

সোহাগ২০১১
Published : 7 Sept 2011, 11:39 AM
Updated : 7 Sept 2011, 11:39 AM

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে মনমোহন সিং বলেছেন-"তিস্তা চুক্তি না হওয়াটা দুর্ভাগ্য জনক।"
বক্তব্যে দুটো উত্তর আমরা পেতে পারি যেমন-

১. তাহলে সৌভাগ্যের করিডোর চুক্তি হয়ে গেছে।
২ তিস্তা চুক্তি না হওয়া ভারতের জন্য দুর্ভাগ্য জনক কারন করিডোর চুক্তি হয়নি।

ইতিহাস বলে ভারতের সাথে পানি চুক্তি যাই হয়েছে বাংলাদেশ কখনো পানি পায়নি এবং পাবেও না। তাই তিস্তা/টিপাইমুখ/ফারাক্কা এগুলোর কোন চুক্তিই বাংলাদেশের প্রয়োজন নাই। চুক্তির প্রয়োজন বাংলাদেশের মন্ত্রী/আমলা/নেতাদের ও ভারতের।