আপনি কি ঘরে বসে অনলাইনে পিএইচপি শিখতে আগ্রহী?

সরোয়ার৭৮
Published : 24 Feb 2012, 02:35 PM
Updated : 24 Feb 2012, 02:35 PM

আপনাকে আমরা গড়ে তুলতে চাই দক্ষ একজন প্রফেশনাল ওয়েব মাস্টার হিসেবে। আগামী ভবিষ্যৎ অনলাইন ভিত্তিক কিন্তু এই অনলাইনে দক্ষ ওয়েব মাষ্টার এখনো গড়ে ওঠেনি। যারা দক্ষতা অর্জন করেছেন তারা বেশীর ভাগই দেশের বাহিরে, এ অপার সম্ভাবনাময় এবং আগামীর উজ্জ্বল ক্ষেত্রকে আপনি যদি বেছে নিতে চান তাহলে আর সময় ক্ষেপন না করে আপনার যথাযথ বুদ্ধিমত্তার পরিচয় দিতে এগিয়ে আসুন। আপনার সিদ্ধান্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের এক নম্বর স্থানে। সিদ্ধান্ত আপনার এবং আপনাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

আমাদের প্রথম পিএইচপি ক্লাসের রিভিউ

1. পিএইচপি tag সমূহ দ্বারা শেষ হয়
2. সার্ভারে শর্ট হিসাবে দ্বারা শেষ করা যায়
3. প্রত্যেকটা কোড অবশ্যই সেমিকোলন (;) দ্বারা শেষ করতে হয়
4. পিএইচপি ফাইল অবশ্যই .php extension দ্বারা শেষ হয়

Note
এভাবে php কোড লিখে ব্যবহার করলে তা সকল সার্ভারে সাপোর্ট করে না বিধায় আপনারা এভাবে লিখবেন এটা সব সার্ভারে সাপোর্ট করে।