PHP শিখুন জীবন গড়ুন

সরোয়ার৭৮
Published : 24 Feb 2012, 04:40 AM
Updated : 24 Feb 2012, 04:40 AM

PHP ক্লাস রিভিউ দুই

php comment

php comment ২ প্রকার
১। single line comment
২। block comment

single line comment এ শুধু একটা লাইনকে কমেন্ট করা যায়।
block comment এ অনেক গুলো লাইনকে কমেন্ট করা যায় এর দ্বারা অনেক বড় কোডকে কমেন্ট করা যায়

উল্লেখ্য এই কমেন্ট ব্যবহার করা হয় script বা code সম্পর্কে কোন মন্তব্য করার জন্য যা আবার সার্ভারে execute হয়না।

php variable

PHP ভেরিয়েবল তথ্য জমা রাখার জন্য ব্যবহার করা হয়। যেমন-
১। string ভেরিয়েবল
২। number ভেরিয়েবল
৩। array ভেরিয়েবল

php ভেরিয়েবল কে অব্শ্যই $ সাইন দ্বারা শুরু করতে হয়, নতুন php প্রোগ্রামাররা প্রায় সময় $ দিতে ভুলে যায় । $ সাইন না দিলে এটি variable হিসাবে কাজ করবে না।

সঠিক ভাবে php তে variable Declare করার নিয়ম
$var_name = value;

string এর জন্য ভ্যালুতে দুইটা কোটেশন দিতে হয় যেমন
$a=" Hello "; (কোটেশন single বা double যে কোন একটা দেয়া যায়)

Output
variable অবশ্যই letter দিয়ে শুরু করতে হবে কখনো ভুল করেও Alpha-numeric characters বা space দিয়ে লেখা যাবে না।

a-z, A-z, and _ এমন হতে পারে কিন্তু শুরুতেই গাণিতিক 0a 0b 0A এরকম variable দেয়া যাবে না।

আগ্রহীগণ নিচের লিংক এ ক্লিক করুন।
http://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgroups%2FWordpress2Smashing%2F&h=mAQG6V-iw