যে হাতে থাকার কথা ছিল বই খাতা, সে হাতে পেপার। তারপর নেশা…

সুজন
Published : 16 June 2011, 07:16 PM
Updated : 16 June 2011, 07:16 PM

ঢাকা শহরে রাস্তায় বেরলে দেখা যাই অল্প বয়সের কিছু ছেলে পেপার হাতে জীবনের ঝূঁকি নিয়ে রাস্তার এপার থেকে ওপারে দৌড়ায় আর বলে পেপার পেপার। কিন্তু এদের দিকে তাকালে মনে হই এই বয়সের যারা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা কত আদর করি। তাছাড়া এরা সবাই school এ যায়। আর এদের জীবন কাটে রাস্তাই। আমরা কি এক বারো চিন্তা করে দেখেছি কারা এদের কে Use করছে ?এরা বিভিন্ন নামের পেপার বিক্রি করে। আমরা যারা এদের কাছ থেকে পেপার কিনি তারা অনেক সময় এদের সাথে খারাপ ব্যাবহার করে। তখন কি আমরা একটু চিন্তা করতে পারি না এরাও আমাদের কেও হতে পারত? এদের কে যদি বলা হয়, তোমরা School এ যাও কিনা। অনেকেই বলবে যে তারা School যায় । কিন্তু একটু খোঁজ নিয়ে দেখা গেছে খুব এদের মধে খুব কম জনই School এ যায়। আর একটু খোঁজ নিয়ে দেখা গেছে যে এদের মধ্যে অনেকের আবার নেশার সাথে জড়িত। এদের মধ্যে এমন অনেকে আছে যারা আবার বিভিন্ন সন্ত্রাসী কজের সাথে জড়িত।

যারা বিভিন্ন রকম সেমিনার করে, সভা করে, বিভিন্ন রকম বড় বড় কথা বলে তাদের কি এটা চোখে পরে না? আবার তারাই যখন রাস্তায় বের হয় তখন তাদের কেউ দেখা যায় এই সব শিশু দের সাথে খারাপ ব্যবহার করে। তখন তাদের সেমিনারে যে কথা বলে তা মনে থাকে না। আবার অনেক সময় দেখা যাই যারা সেমিনার করে তাদের মধ্যে বিভিন্ন পেপার এর সম্পাদক আছে। কিন্তু তারা তাদের ব্যবসার জন্য আবার এদের ব্যাবহার করে। তখন আর বড় বড় কথা মনে থাকে না। এর কি কোনো প্রতিকার হবে না???