এই যদি হয় প্রশ্নের জবাব…

স্বপ্নিল
Published : 17 August 2012, 05:50 AM
Updated : 17 August 2012, 05:50 AM

দিনটা ১১ অগাস্ট। কমলাপুর স্টেশনে মাত্র ঢুকছি ঘড়িতে সময় প্রায় সকাল ১১.৩০ ছুঁই ছুঁই … প্লাটফরম ৭ এ বসে আছি , হটাত দেখি এক ট্রেন কর্মকর্তা এক ব্যক্তিকে থাপ্পর মারছেন… আর ব্যক্তিটি বলছেন আপনি আমায় মারছেন কেন ?? কিন্তু ট্রেন কর্মকর্তা কোন উত্তর না দিয়ে উনাকে থাপ্পর মেরে চলে গেলেন… পরে ব্যক্তিটির সাথে কথা বলে জানতে পারলাম যে উনি সকাল ১০ টার চট্টগ্রামগামী ট্রেন এর যাত্রী, ট্রেন কেন বিলম্ব করছে তার কারন জানতে চাইলে ট্রেন কর্মকর্তা তার গায়ে হাত তুলেন বলে তিনি জানান… যাদের সরকার মাসের পর মাস বেতন দিচ্ছে মানুষের সেবা করার জন্য তাদের কাছ থেকে কি এই আমাদের কাম্য হতে পারে? যেখানে আমদের কোন কারন জানার স্বাধীনতা নেই, যেখানে উচিত কথার প্রত্যুত্তরে আমাদের লাঞ্ছিত হতে হয় শত মানুষের সামনে, এর সমাধান কোথায় ? স্বাধীনতার ৪১ বছর পরও যদি আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে কি ভেবে নেব যে ৩০ লক্ষ শহীদ এর রক্তের বিনিময় হিসাবে শুধু আমরা স্বাধীনতা শব্দটি ই পেয়েছি ???