চৈত্র মাস মানেই গরমের চোখ রাঙানি। মধ্য দুপুরে তাই খানিকটা আলস্যও কাঁধে সওয়ার হয়। এমনই এক ঝিম ধরা দুপুরে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখা। আকাশময় চৈত্র মাসের তুলার মতো মেঘ উড়ে উড়ে যায়। তারই ফাঁক গলে উঁকি মারে মধ্য আকাশের সূর্য, যেন রেগে অগ্নিশর্মা! তারই উত্তাপে জীবন ত্রাহি মধুসূদন। ছবিটি আজ মধ্য দুপুরে বেইলি রোড থেকে তোলা।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।