আজ পবিত্র শব-ই-বরাত

শরফ উদ্দিন আহমদ
Published : 5 July 2012, 04:58 AM
Updated : 5 July 2012, 04:58 AM

আজ পবিত্র শব-ই-বরাত। মুসলমানদের একটি পবিত্র দিন। দিন পেরিয়েই আসবে এক মহিমান্বিত রাত। পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে মুক্তি লাভের পরম সৌভাগ্যের রাত। শব-ই বরাতের রাত মুসলমানদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ রাত। শব-ই-বরাতের রাতে মুসলমানগণ ইবাদত-বন্দেগী, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, দোয়া দুরুদ করেন। নামাজ পড়েন। বিশেষ বিশেষ নামাজ পড়েন। বেশী বেশী করে নফল নামাজ আদায় করেন। সারা রাত মসজিদে মসজিদে প্রার্থনা চলে। যারা আমাদেরকে ছেড়ে এ দুনিয়া থেকে চলে গেছেন তাঁদের জন্যেও প্রার্থনা করা হয়। কবর জিয়ারত করা হয়। তাঁদের জন্যে মাগফিরাত কমানা করা হয়। এ রাতে দানশীল লোকেরা দান খয়রাতও করে থাকেন। এই পবিত্র রাতে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন, সারাটি বছর যেন তাঁদের ভালোভাবে কাটে। সবসময় যারা নামাজ পড়েন না তাঁরাও এই পবিত্র রাতটিতে নামাজ পড়েন। আল্লাহর কাছে প্রার্থনা করেন। মাগফেরাত কামনা করেন।

আজকের রাতে সবাই বেশী বেশী প্রার্থনা করুন। আল্লাহর কাছে মাগফেরাত কামনা করুন। নিজের জন্যে প্রার্থনা করুন। নিজের মঙ্গলের জন্যে প্রার্থনা করুন, অন্যের জন্যেও প্রার্থনা করুন। আমরা যেন সবাই সুখে-শান্তিতে এ পৃথিবীতে বসবাস করতে পারি এবং পরকালেও যেন শান্তিতে থাকতে পারি সেটাই হোক আমাদের আজকের কামনা।