যথাযথ ভাব গম্ভীর পরিবেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত

শরফ উদ্দিন আহমদ
Published : 6 July 2012, 10:10 AM
Updated : 6 July 2012, 10:10 AM

যথাযথ ভাব গম্ভীর পরিবেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হয়েছে। বিশ্বের সকল মুসলমানগণ এ পবিত্র রাতটি অতি গুরুত্ব সহকারে পালন করেছেন। মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া দুরুদ, জিকির আসকার, নামাজ আদায় হয়েছে। গুনাহ থেকে নিস্কৃতি লাভের জন্যে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছে। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেছে। মাগফেরাত কামনা করেছে। ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন। পরকালের শান্তি লাভের জন্যেও প্রার্থনা করেছেন।

আমি নিজের বাড়িতে গিয়ে মিলাদ মাহফিল পড়িয়েছি। সেখানে দেখেছি, মানুষ স্বত:স্ফূর্তভাবে প্রার্থনায় অংশ গ্রহণ করেছেন। মসজিদে মসজিদে মানুষের ঢল। সবাই স্বজনদের কবর স্থানের পাশে দাড়িয়ে তাঁদের জন্যে আল্লাহর কাছে মাগফেরাত কামনা করছেন। বাড়ি থেকে ফিরে সিলেটের শাহজালাল (রহ:) এর মাজার সংলগ্ন দরগাহ মসজিদে গিয়ে নামাজ পড়লাম। দেখলাম- মানুষ আর মানুষ। সবাই আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদে প্রার্থনার জন্যে এসেছে। পাশাপাশি শাহজালাল (রহ:) এর মাজার এবং অন্যান্যদের মাজারও জিয়ারত করছে। দেশের সব জায়গায় প্রায় একই দৃশ্য। মানুষ আল্লাহকে ডাকছে। জিকির আসকার করছে। দেখে ভালোই লেগেছে। বছরের প্রতিটি দিন যদি এরকম করে মানুষ আল্লাহকে ডাকত।