ভূমিকম্পে কাঁপলো সিলেটসহ আশপাশের বিভিন্ন অঞ্চল

শরফ উদ্দিন আহমদ
Published : 15 July 2012, 04:47 AM
Updated : 15 July 2012, 04:47 AM

কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। রাতেও বৃষ্টি হচ্ছে। রাতের বৃষ্টি মধুর ঘুমের আবেশ এনে দেয়। আর আমি এই বৃষ্টি ভেজা রাতে মধুর ঘুমের মধ্যেই ছিলাম। ঘুমের মধ্যেই জোরে একটা ঝাকুনি লাগল। ঘুম ভেঙ্গে গেল। ঘুম থেকে উঠেই লাইট জ্বালিয়ে দেখি আমার খাট-বিছানাসহ সবকিছু থরথর করে কাঁপছে। মনে হলো ভূমিকম্প হচ্ছে। বাসার অন্য সবাই তখন ঘুমিয়ে আছে। আমি একা একা বসে আছি। কী ব্যাপার! আমি কি শুধু একা ভূমিকম্প টের পেলাম? আর কেউ পেল না? একটু ভয়ভয়ও লাগছে। আমার বুক যেন ধড়ফড় করছে। আমি কি কোন স্বপ্ন দেখছি? নাকি এসব কোন ভূতের কান্ডকারখানা? আল্লাহই জানেন। ঘড়িতে তাকিয়ে দেখি সময় তখন রাত দুইটা। টেলিভিশন অন করলাম। দেখি, কোন ব্রেকিং নিউজ আছে কি-না? না, টেলিভিশনের প্রায় সবগুলো চ্যানেল বিশ মিনিট পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, কোন চ্যানেলেই ভূমিকম্পের ব্রেকিং নিউজ নেই। আমি বেশ অবাক হলাম! আমি তো ষ্পষ্ট টের পেয়েছিলাম ভূমিকম্প হয়েছে। অথচ কোন টেলিভিশন চ্যানেলেই এরকম কোন নিউজ নেই। ভূমিকম্প হলে তো সবসময় দেখি, চ্যানেলগুলো সাথে সাথেই প্রচার করে। আজ এরকমটি হচ্ছে কেন? তাহলে আমি আসলেই কি কোন স্বপ্ন দেখেছি? না, নিজেকে অবিশ্বাস করতে পারলাম না। মোবাইল হাতে নিয়ে ব্লগে ঢুকলাম। http://www.somewhereinblog.net/ ঢুকেই দেখি একজন লিখেছেন, এইমাত্র সিলেটে ভূমিকম্প হয়েছে, কেউ কি টের পেয়েছেন? আমার আর বুঝতে বাকী রইল না, ভূমিকম্প হয়েছে, সেটা আমি ঠিকই টের পেয়েছি। হ্যাঁ রাত দুইটার সময় সিলেটে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের স্থায়ীত্ব প্রায় পনের-ষোল সেকেন্ড ছিল। তবে কত মাত্রার ভূমিকম্প ছিল সেটা এখনো জানতে পারিনি। গতরাতের এই ভূমিকম্প অনেকে টের পেয়েছে, আবার অনেকে টের পায়নি। এই লেখা যখন লিখছি তখনো আমি কয়েকজন জিজ্ঞেস করেছিলাম, রাতে ভূমিকম্প হয়েছিল কি-না? প্রায় অর্ধেক লোক বলেছেন, ভূমিকম্প হয়েছে সেটা তাঁরাও টের পেয়েছেন।
তবে এটাই সত্য রাত দুই ঘটিকার সময় সিলেটে ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্পের সময় নিজেকে নিরাপদ রাখুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদে থাকতে সহায়তা করুন।