উৎসবমূখর পরিবেশে নববর্ষ পালন

শরফ উদ্দিন আহমদ
Published : 15 April 2012, 08:03 AM
Updated : 15 April 2012, 08:03 AM

বাংলা নববর্ষ-১৪১৯ উৎসবমূখর পরিবেশে সারাদেশের ন্যায় আমাদের শাবিপ্রবি ক্যাম্পাসেও পালিত হয়েছে। খুবই সুশৃঙ্খলভাবে বাংলা নববর্ষকে সবাই বরণ করে নিয়েছে। সিলেটের এমসি কলেজসহ প্রায় সব প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪১৯ পালিত হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি সিলেট শহরের প্রায় প্রতিটি অনুষ্ঠানস্থল ঘুরে দেখেছি মানুষজন অতি উৎসাহের সাথে পরিবার পরিজন নিয়ে অতি আনন্দের সাথে দিনটি পালন করেছে। আসলে এটি এখন আমাদের সার্বজনীন একটা উৎসবে পরিণত হয়েছে। বাঙ্গালীরা আসলে উৎসবপ্রিয়। কোন বিশেষ দিবস পেলে তা পালন করতে কার্পন্য করেনা।

আমরা উৎসবপ্রিয়। উৎসব অবশ্যই পালন করব। কিন্তু আমার সবসময়ই দাবী থাকে উৎসব পালন করতে গিয়ে যেন আমাদের দেশিয় সংস্কৃতিকে আমরা ভুলে না যাই, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলা নববর্ষ যেন আমাদের কৃষক ভাইদের জন্য আনন্দের হয়। কৃষকরা যেন তাঁদের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারে, সেটি সবসময়ই কামনা করি। আমাদের ভুলে গেলে চলবেনা- কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

পরিশেষে, সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সকলের জন্য সুখের হ্উক। শুভ নববর্ষ-১৪১৯।