কচ্ছপ বেচাকেনার হাট

সৈয়দ সাইফুল আলম
Published : 28 Oct 2011, 10:04 AM
Updated : 28 Oct 2011, 10:04 AM

বছরের কার্ত্তিক মাস থেকে বৈশাখ পর্যন্ত কচ্ছপ শিকার মৌসুম। এ সময় খাল-বিলে পানি কমে যাওয়ায় কচ্ছপ ধরা পড়ে বেশি। কচ্ছপ শিকারের জন্য এক শ্রেণীর পেশাজীবীও রয়েছে। তারা ১-৩ ফুট পানির নিচ থেকে সড়কি বা কোচ জাতীয় বিশেষ এক ধরনের উপকরণ ব্যবহার করে কচ্ছপ শিকার করে।

বাংলাদেশে প্রায় ২০ প্রজাতির স্বাদু পানির কচ্ছপ রয়েছে। কিন্তু এদের অধিকাংশই আজ হুমকির সম্মুখীন। বাসস্থলের অভাব, খাদ্য হিসেবে এদের ব্যবহার প্রভৃতি কারনে আজ বিলুপ্ত হতে চলেছে এদের অস্তিত্ব।