রাইফেল, বুলেট আজ রূপসী শিলার যৌবন মাখা নরম ঠোঁট রূপে হাজির হয়েছে আমার কাছে

সৈয়দ সাইফুল আলম
Published : 17 April 2016, 03:03 PM
Updated : 24 Feb 2011, 07:42 PM

ডেসটিনির দুইদিনর পর পর এই নাচ-গান উৎসব নিশ্চয় দেশের বিনোদন জগতে ভিন্ন মাত্র যোগ করবে। আমরা আশাকরি অল্প কয়েকদিনের মধ্যে ডেসটিনির কোট টাই পুলাপাইনগুলা এখন থেইকা প্রতিমাসে সুস্থ বিনোদনের জন্য শিলা-মিলা-টিলা নাচের টিকেট পাইব। আর আমাদের পুলা পাইনগুলা হিন্দি শিখব মায়েরা হিন্দি সিরিয়াল দেইখা সিরিয়ালের মত সংসার চালাইব। সংস্কৃতির সুন্দর আদান প্রদান।

বহু বছর আগে একদল লোক রাইফেল, বুলেট আর বুটের উপর ভর করে এই ভাবেই ঝাঁপিয়ে পরে ছিল আমাদের ভাষা আর সংস্কৃতি ধংসে । ৫৯ বছর আগে মায়ের ভাষার নিরাপত্তা আর সংস্কৃতির আগ্রাসন রুখতে এই মাসে লক্ষ তরুণের রক্তে জ্বলে উঠে ছিল প্রতিবাদের জোয়ার। আর আজ এই মাসে আমাদের লক্ষ তরুনের দেহে মনে শিলার যৌবন জ্বলে ওঠছে। রাইফেল, বুলেটধারী সেই জানোয়ারগুলো এই জানোয়ারগুলোর মধ্যে হয়ত অনেকই আকাশ পাতাল তফাৎ খুঁজে পাবেন। সময় সাথে সাথে আগ্রাসনের রূপ পরিবর্তন করে রাইফেল, বুলেট আজ রূপসী শিলার যৌবন মাখা নরম ঠোঁট রূপে হাজির হয়েছে আমার কাছে। একটা কামড়, শরীরে সমস্ত শক্তি দিয়ে একটা চুম্বন, না প্রতিবাদ???