শওকত আলি
Published : 18 August 2012, 05:07 PM
Updated : 18 August 2012, 05:07 PM

আমাদের যখন রাস্তাঘাট ভালো ছিলো না, পরিবহন ব্যবস্থা ভালো ছিলো না তখন ছোট মফস্বল শহরে ও ফরমালিন ছাড়া আম কলা খেয়েছি অথচ আধুনিক পরিবহন ব্যবস্থার এ যুগে আমরা এসব বিষ খাচ্ছি। আধুনিকতা আমাদের পিছিয়ে দিচ্ছে। এনালগ যুগে এসব ডেসটিনি, যুবক, ইউনিপেইড-টু, হলমার্ক দেখা যায়নি। আধুনিক তথ্য ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অভিনব এসব প্রতারণা বেড়েই চলছে সাথে যোগ দিচ্ছে আধুনিক যুগের অত্যাধুনিক ক্ষমতাবানরা।